মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫
এখন আর আমাদের অভাব থাকবেনা

“বিএনপি নেতার ব্যতিক্রমী উদ্যোগে স্বাবলম্বী বাকপ্রতিবন্ধী আরব”

বৈশাখী প্রতিবেদক
প্রকাশ : ০৩ জুলাই ২০২৫, ০৫:৫৩ পিএম

বাগেরহাটের মোংলা উপজেলার চিলা ইউনিয়নের উলুকাটা গ্রামের বাসিন্দা আরব মোল্লাকে (৪৫) আরব মোল্লা একজন বাকপ্রতিবন্ধী। নিজের দু’ সন্তানের মধ্যে একজন তার মত বাকপ্রতিবন্ধী। শারীরিকভাবে কাজ করতে অনেকটা অক্ষম হওয়ায় পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করে আসছিলেন তিনি। আরবকে বিভিন্ন সময়ে নানাভাবে আর্থিক সহায়তা করলেও অভাব যেন ঘুচছিল না।

বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে আরবের দোকান উদ্বোধন করেন বিএনপি নেতা ডক্টর শেখ ফরিদুল ইসলাম স্বয়ং নিজে। এ অবস্থায় তার স্থায়ী আয়ের ব্যবস্থার জন্য তার পরিবারকে একটি দোকান করার ব্যবস্থা করে দিয়েছেন বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও ব্যবসায়ী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম।

এ দোকান দিয়ে পুনর্বাসনের ব্যবস্থা করে দিয়েছেন তিনি। দোকানের জন্য তাকে দেয়া হয়েছে লক্ষাধিক টাকা। সেই টাকা দিয়ে দোকানে মাল তুলেছেন তিনি।

আরবের স্ত্রী পারুল বেগম বলেন, আমার স্বামী একজন বাকপ্রতিবন্ধী ও কর্ম অক্ষম। তিনি বিএনপির রাজনীতি করেন। সেই সুবাদে বিএনপি নেতা লায়ন ফরিদের সাথে তার ভাল সম্পর্ক। যার প্রেক্ষিতে তিনি আমার স্বামীকে আগেও বিভিন্নভাবে আর্থিক সহায়তা করেছেন। কিন্তু এবার এক লাখের বেশী টাকা দিয়ে আমাদের দোকান করে দিয়েছেন। দোকান দিয়ে আমরা এখন খেয়ে-পরে বেঁচে থাকতে পারবো। আমরা তার (ফরিদ) জন্য দোয়া করি।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হোসেন পনি জানান, বাকপ্রতিবন্ধী হলেও আরব মোল্লা বিএনপির একজন নিবেদিত কর্মী। তিনি বিগত ফ্যাসিস্ট সরকার বিরোধী বিভিন্ন আন্দোলনে ঢাকা ও খুলনাসহ বিভিন্ন প্রোগ্রামে অংশ নিয়েছেন।

উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও চিলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু তালেব হাওলাদার বলেন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম এ এলাকার সকলের প্রাণের মানুষ। তার সাহায্য সহযোগীতায় এলাকার অনেক মানুষ স্বাবলম্বী হয়েছেন।

বিএনপি নেতা লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেন, সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকেই আরবকে এ সহায়তা-সহোগীতা করেছি। তাই তাকে স্থায়ীভাবে প্রতিষ্ঠিত করার জন্য দোকান করে দিয়েছি। এদিয়ে সে পরিবার নিয়ে চলতে পারবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জামায়াত নেতার বিরুদ্ধে
জামায়াত নেতার বিরুদ্ধে
শেরপুরে নায়ক সালমান শাহ্ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন 
শেরপুরে নায়ক সালমান শাহ্ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন 
বয়স জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগে বিজিএফসিএলের দুই সাবেক শীর্ষ কর্মকর্তা আটক
বয়স জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগে বিজিএফসিএলের দুই সাবেক শীর্ষ কর্মকর্তা আটক
শরীয়তপুরে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব, ককটেল বিস্ফোরণ আহত ৫
শরীয়তপুরে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব, ককটেল বিস্ফোরণ আহত ৫