বুধবার, ০৫ নভেম্বর ২০২৫

খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক

বৈশাখী প্রতিবেদক
প্রকাশ : ০৫ জুলাই ২০২৫, ১০:০০ এএম
আপডেট : ০৫ জুলাই ২০২৫, ১০:০৯ এএম

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী রেলস্টেশনে মালবাহী ট্রেনের গার্ড রেক লাইনচ্যুত হওয়ার পাঁচ ঘণ্টা পর খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

শুক্রবার (৪ জুলাই) রাত ১১টার দিকে উথলীর পার্শ্ববর্তী স্টেশনে আটকে থাকা ট্রেনগুলো নিজ নিজ গন্তব্যে যাত্রা শুরু করে।

চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনের মাস্টার ইউসুফ পলাশ জানান, "রাত ১১টার পর থেকে ট্রেন চলাচল শুরু হয়েছে। কোনো ট্রেনের সিডিউল বাতিল হয়নি, তবে সময়সূচিতে কিছুটা বিপর্যয় ঘটতে পারে।"

এর আগে, বিকেল ৫টা ৪০ মিনিটে উথলী রেলস্টেশনের অদূরে একটি মালবাহী ট্রেনের গার্ড রেক লাইনচ্যুত হয়। এর ফলে খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে পড়ে। ট্রেন চলাচল বন্ধ থাকায় পার্শ্ববর্তী স্টেশনগুলোতে ঢাকা থেকে ছেড়ে আসা ডাউন নকশীকাঁথা এক্সপ্রেস এবং খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী সাগরদাড়ি এক্সপ্রেসসহ বেশ কয়েকটি ট্রেন আটকে পড়ে। যাত্রীরা দীর্ঘ সময় ভোগান্তির শিকার হন।

ঘটনার পরপরই পাকশী বিভাগীয় কার্যালয়কে বিষয়টি জানানো হয়। রাত ১০টার দিকে ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন এসে উদ্ধার কাজ শুরু করে। এক ঘণ্টার চেষ্টায় লাইনচ্যুত বগি উদ্ধার করা সম্ভব হয় এবং রাত ১১টায় রেল চলাচল স্বাভাবিক হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সরাইলে পুলিশের কাছ থেকে যুবলীগ নেতাকে ছিনিয়ে নেয়ায় উত্তেজনা
সরাইলে পুলিশের কাছ থেকে যুবলীগ নেতাকে ছিনিয়ে নেয়ায় উত্তেজনা
উজিরপুরে কামড় দেয়া সাপ নিয়ে হাসপাতালে গৃহবধূ
উজিরপুরে কামড় দেয়া সাপ নিয়ে হাসপাতালে গৃহবধূ
এখনও পুলিশ প্রহরায় পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হয় : অতিরিক্ত সচিব
এখনও পুলিশ প্রহরায় পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হয় : অতিরিক্ত সচিব
শেরপু‌রে মসজিদে ঢুকে ভাংচুর, গ্রেফতার ২
শেরপু‌রে মসজিদে ঢুকে ভাংচুর, গ্রেফতার ২