মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

চুয়াডাঙ্গায় তেলবাহী ট্যাংকলরির চাপায় ইজিবাইক চালকসহ নিহত ৩ 

বৈশাখী প্রতিবেদক
প্রকাশ : ০৫ জুলাই ২০২৫, ১০:২৭ এএম

চুয়াডাঙ্গার জাফরপুরে তেলবাহী ট্যাংকলরি চাপায় ইজিবাইক চালকসহ তিনজন নিহত এবং শিশুসহ আহত হয়েছেন ইজিবাইকের আরও পাঁচজন।

শুক্রবার (৪ জুলাই) রাতে চুয়াডাঙ্গা জাফরপুর ৬ বিজিবি ব্যাটেলিয়ন সদর দপ্তরের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- দামুড়হুদা উপজেলার জয়রামপুর গ্রামের নুর মোহাম্মদের ছেলে ইজিবাইক চালক আরিফুল ইসলাম (৩৫), চুয়াডাঙ্গা মুসলিমপাড়ার মৃত রহমত আলী মুন্সীর ছেলে আবু তালেব (৬৫), চুয়াডাঙ্গা হিজলগাড়ি গ্রামের মৃত ইরাত শেখের মেয়ে মাছুরা খাতুন (৫০)।

আহতরা হলেন- দামুড়হুদা উপজেলার দুধপাতিলা গ্রামের জিল্লুর রহমানের ছেলে আলামিন (২২), সদর উপজেলার জাফরপুর গ্রামের ফাহাদ আহম্মেদ (২২), তার স্ত্রী রিয়া খাতুন (২০) ও তার এক বছর বয়সী ছেলে ইয়াসিন, চাঁদপুর জেলার শামসুল হকের ছেলে দেলোয়ার হোসেন সায়েম (২৮)।

পুলিশ জানায়, শুক্রবার রাতে চুয়াডাঙ্গা থেকে তেলবাহী একটি ট্যাংকলরি ঝিনাইদহ অভিমুখে যাচ্ছিল। সরোজগঞ্জ থেকে একটি ইজিবাইক চুয়াডাঙ্গা আসার পথে জাফরপুর গ্রামে বিজিবি ব্যাটেলিয়নের সামনে পৌঁছালে মুখোমুখি সংঘর্ষে ইজিবাইকের যাত্রীরা আহত হন। এর মধ্যে একজন ঘটনাস্থলে নিহত হন। এরপর জরুরি বিভাগে একজন ও একজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আল ইমরান জুয়েল জানান, অতিরিক্ত রক্তক্ষরণ ও মাথায় আঘাত লাগার কারণে তিন জনের মৃত্যু হয়েছে। আরও চারজন গুরুতর আহত হয়েছেন তাদের মধ্যে দুই জনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী পাঠানো হয়েছে। অপর দুইজন সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ খালেদুর রহমান জানান, তেলবাহী ট্যাংকলরি চাপায় ইজিবাইক চালকসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে দুই জন অজ্ঞাত। আহত হয়েছেন আরও কয়েকজন। পুলিশ তদন্ত শুরু করেছে এবং ঘাতক তেলবাহী ট্যাংকলরি জব্দ করে থানায় রাখা হয়েছে এবং সবার নাম-পরিচয় জানার চেষ্টা চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জামায়াত নেতার বিরুদ্ধে
জামায়াত নেতার বিরুদ্ধে
শেরপুরে নায়ক সালমান শাহ্ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন 
শেরপুরে নায়ক সালমান শাহ্ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন 
বয়স জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগে বিজিএফসিএলের দুই সাবেক শীর্ষ কর্মকর্তা আটক
বয়স জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগে বিজিএফসিএলের দুই সাবেক শীর্ষ কর্মকর্তা আটক
শরীয়তপুরে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব, ককটেল বিস্ফোরণ আহত ৫
শরীয়তপুরে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব, ককটেল বিস্ফোরণ আহত ৫