মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫
নারী নির্যাতনের ভিডিও ভাইরাল

শাহপরানকে কারাগারে প্রেরণ

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ০৫ জুলাই ২০২৫, ০৩:৩৯ পিএম
নারীকে নির্যাতনের ভিডিও ভাইরাল, গ্রেপ্তারকৃত শাহপরানকে কারাগারে প্রেরণ
নারীকে নির্যাতনের ভিডিও ভাইরাল, গ্রেপ্তারকৃত শাহপরানকে কারাগারে প্রেরণ

কুমিল্লার মুরাদনগরের পাঁচকিত্তায় নারীকে নির্যাতনের ভিডিও ছড়িয়ে দেয়া শাহপরানকে কারাগারে পাঠিয়েছে আদালত।

শনিবার (৫ জুলাই) বেলা সাড়ে ১২টায় তাকে কুমিল্লার আমলী আদালত ১১ এর বিচারক মমিনুল হকের আদালতে আনলে তিনি কারাগারে প্রেরণের নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট পুলিশের পরিদর্শক মো. সাদেকুর রহমান।

এর আগে শাহপরানকে বৃহস্পতিবার বিকেলে কুমিল্লার বুড়িচং থেকে গ্রেপ্তার করে র‍্যাব। গ্রেপ্তারের পর ঢাকায় প্রেস ব্রিফিং করে ঘটনার সাথে শাহপরানের জড়িত থাকার কথা জানায় র‍্যাব। পরে আজ তাকে কুমিল্লা আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

কোর্ট পরিদর্শক সাদেকুর রহমান বলেন, তাকে আদালতে আনতে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এ ঘটনার মামলার তদন্ত কর্মকর্তা আগামীকাল রিমান্ড আবেদন করবেন।

এর আগে, গত ২৬ জুন রাতে মুরাদনগরের বাহেরচর পাঁচকিত্তা গ্রামে ওই নারীকে নির্যাতন করা হয় এবং সেই ভিডিও ২৯ জুন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। একই দিন ভুক্তভোগী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। এ ঘটনায় ফজর আলীসহ এখন পর্যন্ত ছয় জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

ফজর আলী হাসপাতালে চিকিৎসাধীন। আজ শাহপরানকে কারাগারে পাঠানো হয়েছে। একই ঘটনায় গ্রেপ্তার বাকি চারজনকে গত ৩ জুলাই তিন দিনের রিমান্ড দেয় আদালত। চার আসামি হলেন, ওই গ্রামের সুমন, রমজান, আরিফ ও অনিক।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জামায়াত নেতার বিরুদ্ধে
জামায়াত নেতার বিরুদ্ধে
শেরপুরে নায়ক সালমান শাহ্ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন 
শেরপুরে নায়ক সালমান শাহ্ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন 
বয়স জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগে বিজিএফসিএলের দুই সাবেক শীর্ষ কর্মকর্তা আটক
বয়স জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগে বিজিএফসিএলের দুই সাবেক শীর্ষ কর্মকর্তা আটক
শরীয়তপুরে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব, ককটেল বিস্ফোরণ আহত ৫
শরীয়তপুরে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব, ককটেল বিস্ফোরণ আহত ৫