
		জুলাই আমাদের গর্বের মাস। এই হিসেবে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে আলাদাভাবে অনুষ্ঠান করে শহীদদের স্মরণ করার আহ্বান জানাই বলেন, শিক্ষা উপদেষ্টা প্রফেসর ড.চৌধুরী রফিকুল আবরার।
সোমবার (৭ জুলাই) সকালে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার গোকুলদাশেরবাগ এলাকায় জামিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আমাদের নতুন বাংলাদেশ গড়ার যে সুযোগ এসেছে সেই বাংলাদেশকে গড়ে তোলার জন্য প্রথম সারির কারিগর হবে কারিগরি শিক্ষা ব্যবস্থার শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের প্রশংসা করে উপদেস্টা বলেন, বিগত সময় আমাদের কথা বলার অধিকার ছিল না। আমাদের প্রজা বানিয়ে রাখা হয়েছিল। আমাদের শিক্ষার্থীরা জুলাই আন্দোলনের মধ্য দিয়ে এই ব্যবস্থা থেকে মুক্ত করেছে এবং নতুন বাংলাদেশের সূচনা ঘটিয়েছে। সেই সূচনার দায়িত্ব কিছুটা আমাদের উপর পড়েছে। আমি আশা করি, আগামীতে নির্বাচনের মাধ্যমে যে রাজনৈতিক দল ক্ষমতায় আসবে তারা সাধারণ মানুষের স্বপ্ন বাস্তবায়নে কাজ করবে। আর এখন থেকেই আমাদের এমন একটি শিক্ষা ব্যবস্থা দাঁড় করাতে হবে যেই শিক্ষা কর্ম দক্ষতা ঘটাবে, নৈতিক ও মানবিক হতে শেখাবে। সেই শিক্ষার শুরু যেনো আমরা করে যেতে পারি এবং তা আগামীতেও যেনো বলবৎ থাকে।
এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা, জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, বন্দর উপজেলা ইউএনও মোস্তাফিজুর রহমান প্রমুখ।
মন্তব্য করুন