
		কুমিল্লার গোমতী নদীর পানি আরো বেড়েছে। প্লাবিত হয়েছে নদীর দুপাশের চর। বৃহস্পতিবার সকালে পানির লেভেল বেড়ে দাড়াঁয় ৯ দশমিক ৬৮ মিটার। যা গতকাল বুধবার সন্ধ্যায় ছিল ৮ দশমিক ৮ মিটার।
পানি উন্নয়ন বোর্ড কুমিল্লার নির্বাহী প্রকৌশলী খান মোহাম্মদ ওয়ালিউজ্জামান এ তথ্য জানান। গোমতী নদীর পানি বিপদসীমার ছোঁয়ার আর মাত্র ১ দশমিক ৬৮ মিটার বাকি আছে।
এদিকে গত ২৪ ঘন্টায় কুমিল্লায় ৮৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানান, আবহাওয়া অফিস কুমিল্লার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আরিফুর রহমান।
আজ সকালেও কুমিল্লায় মুষলধারে বৃষ্টি হচ্ছে। নগরীর নিচু এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। বৃষ্টি কারনে আর গোমতী নদীর উৎপত্তিস্থল ভারতে বৃষ্টি অব্যাহত থাকায় গোমতী নদীর পানি বাড়া অব্যাহত রয়েছে। নদীর দু,পাশের চরগুলো প্লাবিত হয়েছে। এছাড়াও ফসলি জমিগুলো নষ্ট হয়ে গেছে।
মন্তব্য করুন