
		সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ করেবাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদল।
মঙ্গলবার (১৫ জুলাই) নেত্রকোনায় শহরে এই বিক্ষোভ হয়। গোপন তৎপরতায় দীর্ঘদিন ধরে অভ্যস্ত গুপ্ত সংগঠন কর্তৃক মব সৃষ্টির অপচেষ্টা, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করা সহ সারাদেশে চলমান অস্থিরতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির পেছনে একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র দীর্ঘদিন ধরে গোপনে তৎপর একাধিক গুপ্ত সংগঠন দেশব্যাপী অরাজকতা ছড়াতে সক্রিয় ভূমিকা পালন করছে।
তারা পরিকল্পিতভাবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো সহ বিভিন্ন কিছু টার্গেট করে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নষ্ট করছে এবং মব (হঠাৎ গঠিত উত্তেজিত জনতা) সৃষ্টি করে অস্থিতিশীলতা ছড়িয়ে দিচ্ছে বলে অভিযোগ করে বিক্ষোভ মিছিল করে জেলা স্বেচ্ছাসেবক দল।
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদল ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নেত্রকোণা জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশে এতে অংশগ্রহণ করে জেলা স্বেচ্ছাসেবক দল ও উপজেলা থেকে আগত বিভিন্ন স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।
মন্তব্য করুন