মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

বিএনপি করেও আ.লীগ নেতাদের সঙ্গে মামলার আসামি 

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ১৭ জুলাই ২০২৫, ০১:৪৬ পিএম

গাজীপুর মহানগরীর টঙ্গীতে একটি সনামধন্য কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও বিএনপি নেতাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগের একটি গ্রুপ ও একটি স্বার্থান্বেষী মহল বাদীকে দিয়ে এই মামলা করিয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে।

মিথ্যা মামলায় হয়রানির শিকার হারুন অর রশিদ টঙ্গীর ঐতিহ্যবাহী পাইলট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ। খোঁজ নিয়ে জানা গেছে, তিনি বিএনপির রাজনীতির সঙ্গে বহু আগে থেকেই জড়িত। বর্তমানে তিনি টঙ্গী পূর্ব থানা বিএনপির সহ-সভাপতি।

তিনি দীর্ঘদিন ধরে সিটির ৫০ নং ওয়ার্ড বিএনপির সভাপতি পদে ছিলেন। সেই সঙ্গে বিএনপির গাজীপুর মহানগরের প্রথম কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক; যে কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক ছিলেন যথাক্রমে হাসান উদ্দিন সরকার ও সোহরাব উদ্দিন।

হারুন অর রশিদ সারাজীবন বিএনপি করেও আওয়ামী লীগ নেতাদের সঙ্গে মামলার আসামি হওয়ায় অবাক হয়েছেন এলাকাবাসী। স্থানীয় বিএনপি ও সচেতন মহল এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।

বাড্ডা থানার ওসি সাইফুল ইসলাম মামলা নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। যারা প্রকৃতপক্ষে দোষী নন তাদের কোনো অবস্থাতেই হয়রানি করা হবে না।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, টঙ্গী পাইলট স্কুল ও কলেজের অধ্যক্ষ আলাউদ্দিন মিয়া হত্যাসহ বেশ কিছু মামলার আসামি হয়ে বর্তমানে কারাগারে রয়েছেন। তিনি আওয়ামী লীগ নেতা ছিলেন। অধ্যক্ষ গ্রেফতার হওয়ার পর এই পদে শূন্যতা দেখা দেয়। কলেজের গভর্নিং বডি জ্যেষ্ঠতা, যোগ্যতা ও অভিজ্ঞতাসহ সার্বিক বিবেচনায় কলেজের সহকারী অধ্যাপক হারুন অর রশিদকে গত ১৯ মে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে নিয়োগ করেন।এরপরই একটি স্বার্থান্বেষী মহল ইর্ষান্বিত হয়ে হারুন অর রশিদের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করতে থাকে।

হারুন অর রশিদ বলেন, আমি জীবনভর জাতীয়তাবাদী আদর্শ বুকে ধারণ করে আসছি।এ কারণে আওয়ামী লীগের সময়ে তিন-তিনটি রাজনৈতিক হয়রানিমূলক মামলার আসামিও হয়েছি। ফ্যাসিবাদ দেশ থেকে পালিয়ে যাওয়ার পরও তাদের চক্রের ষড়যন্ত্রে আবারও আমাকে মামলার আসামি করা হয়েছে। আমি পুলিশসহ প্রশাসনের কাছে এর প্রতিকার চাই। মিথ্যা মামলা থেকে নাম বাদ দেওয়ার দাবি জানান তিনি।

টঙ্গী পূর্ব থানা এলাকার বাসিন্দা মোকাররম হোসেন বলেন, হারুন অর রশিদ একজন সজ্জন ব্যক্তি। তিনি জীবনে কারও ক্ষতি করেছেন এমন রেকর্ড নেই।আদর্শ শিক্ষক হিসেবে সবাই তাকে জানে।তাকে মিথ্যা মামলায় জড়ানো ঠিক হয়নি।

টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন বলেন, হারুন অর রশিদ বিএনপির একজন প্রবীণ নেতা। আমার জানা মতে তিনি বিএনপি ব্যতীত অন্য কোনো দলের সঙ্গে কখনোই যুক্ত ছিলেন না। একটি কুচক্রী মহল তাকে আওয়ামী লীগ বানিয়ে তার নামে মিথ্যা মামলা দিয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শেরপুরে নায়ক সালমান শাহ্ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন 
শেরপুরে নায়ক সালমান শাহ্ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন 
বয়স জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগে বিজিএফসিএলের দুই সাবেক শীর্ষ কর্মকর্তা আটক
বয়স জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগে বিজিএফসিএলের দুই সাবেক শীর্ষ কর্মকর্তা আটক
শরীয়তপুরে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব, ককটেল বিস্ফোরণ আহত ৫
শরীয়তপুরে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব, ককটেল বিস্ফোরণ আহত ৫
কুষ্টিয়ায় পদ্মাচরে সন্ত্রাসী বাহিনীর হাতে নিহত লিটনের পরিবার ও স্থানীয়দের মানববন্ধন
কুষ্টিয়ায় পদ্মাচরে সন্ত্রাসী বাহিনীর হাতে নিহত লিটনের পরিবার ও স্থানীয়দের মানববন্ধন