
ফেনী সংবাদদাতা: টানা বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ফেনীতে বসতবাড়ি, ফসলি জমিসহ সড়কের ব্যাপক ক্ষতি হয়েছে। বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ৪১টি স্থান ভেঙে ভিটে মাটি হারিয়ে অনেকে খোলা আকাশে, কেউবা আশ্রয় নিয়েছেন অন্যের ঘরে। তবে প্রশাসন বলছে, বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ চলছে। চলতি বছর দুই দফায় বন্যা হয়েছে ফেনীতে। সবশেষ টানা বৃষ্টির সাথে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ৪১টি স্থানে তীব্র ভাঙন দেখা দেয়।
এতে পানির তোড়ে ভেসে গেছে ঘরবাড়িসহ ফসলি জমি। ক্ষতিগ্রস্ত হয় কাঁচা ও পাকা সড়কসহ বিভিন্ন অবকাঠামো। নিম্নাঞ্চল পানিতে তলিয়ে যাওয়ায় দেখা দেয় জরুরি খাদ্যসহ সুপেয় পানির সংকট। ঘর বাড়ি হারিয়ে বন্যাদুর্গতদের কেউ খোলা আকাশে আবার কেউবা আশ্রয় নিয়েছেন অন্যের ঘরে।
তবে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আক্তার হোসেন জানান, বন্যা নিয়ন্ত্রণ বাঁধের মেরামত কাজ শুরু হয়েছে। প্রয়োজনীয় অর্থ সহায়তা চেয়ে মন্ত্রণালয়ে চিঠি দেয়া হয়েছে।
বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থাগুলো কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক সাইফুল ইসলাম।
বন্যায় ক্ষয়ক্ষতি কমাতে টেকসই বাঁধ নির্মাণের পাশাপাশি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবি স্থানীয়দের।
মন্তব্য করুন