মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত বেড়ে ৮, সাতজন একই পরিবারের

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ২৩ জুলাই ২০২৫, ০৪:১৪ পিএম
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নাটোরের বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে ট্রাক ও মাইক্রোবাসের ভয়াবহ মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেছে আটজনের, যাদের মধ্যে সাতজনই একই পরিবারের সদস্য। নিহতদের মধ্যে ছয়জন নারী।

বুধবার (২৩ জুলাই) সকাল ১০টার দিকে গুরুদাসপুর ও বড়াইগ্রাম উপজেলার সীমান্তবর্তী আইড়মারী ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ধর্মদহ গ্রামের একটি পরিবার সিরাজগঞ্জে আত্মীয়ের বাড়ি যাওয়ার জন্য মাইক্রোবাসটি ভাড়া করেছিল। সকাল সাড়ে ৬টার দিকে তারা রওনা দেন। আইড়মারী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি সিমেন্টবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে চলন্ত মাইক্রোবাসের ওপর উঠে পড়ে। ঘটনাস্থলেই পাঁচজন এবং হাসপাতালে নেওয়ার পর আরও তিনজন মারা যান।

নিহতরা হলেন—মাইক্রোবাস চালক সাহাবুদ্দিন (৩৫), ইতি খাতুন (৪০), জাহিদুল ইসলাম (৬৫), সেলি বেগম (৬০), আঞ্জুমান আরা (৭৫), আন্না খাতুন (৬০), আনু বেগম (৫৫) এবং সীমা খাতুন (৩৫)। এদের মধ্যে সীমা খাতুনের বাড়ি কুষ্টিয়ার মেহেরপুরে, বাকিরা দৌলতপুরের ধর্মদহ গ্রামের বাসিন্দা।

নিহত চালক সাহাবুদ্দিনের মামাতো ভাই হাসিবুল ইসলাম জানান, একই পরিবারের সাতজন আত্মীয় মিলে বেড়াতে যাচ্ছিলেন সিরাজগঞ্জে। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে পুরো ধর্মদহ গ্রামে নেমে আসে শোকের ছায়া।

প্রত্যক্ষদর্শীরা জানান, আইড়মারী ব্রিজের কাছে বেপরোয়া গতির ট্রাকটি হঠাৎ করেই মাইক্রোবাসের ওপর উঠে যায়, মুহূর্তেই দুমড়ে-মুচড়ে যায় যানটি।

খবর পেয়ে বনপাড়া হাইওয়ে থানার পুলিশ, গুরুদাসপুর ও বড়াইগ্রাম ফায়ার সার্ভিস এবং নাটোর থেকে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো উদ্ধার করে বনপাড়া হাইওয়ে থানায় নেয়।

বনপাড়া হাইওয়ে থানার ওসি ইসমাঈল হোসেন জানান, দুর্ঘটনার পর মহাসড়কে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। দুর্ঘটনায় জড়িত ট্রাক ও মাইক্রোবাস দুটি উদ্ধার করা হয়েছে।

নাটোরের পুলিশ সুপার আমজাদ হোসাইন বলেন, “দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহতদের সবার পরিচয় শনাক্ত করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।”

এই মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের আত্মার শান্তি কামনা করেছে স্থানীয় প্রশাসন ও এলাকাবাসী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জামায়াত নেতার বিরুদ্ধে
জামায়াত নেতার বিরুদ্ধে
শেরপুরে নায়ক সালমান শাহ্ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন 
শেরপুরে নায়ক সালমান শাহ্ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন 
বয়স জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগে বিজিএফসিএলের দুই সাবেক শীর্ষ কর্মকর্তা আটক
বয়স জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগে বিজিএফসিএলের দুই সাবেক শীর্ষ কর্মকর্তা আটক
শরীয়তপুরে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব, ককটেল বিস্ফোরণ আহত ৫
শরীয়তপুরে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব, ককটেল বিস্ফোরণ আহত ৫