মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

ফরিদপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ২৪ জুলাই ২০২৫, ১২:৪৫ পিএম
আপডেট : ২৪ জুলাই ২০২৫, ১২:৪৬ পিএম

ফরিদপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। তাঁদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে জেলা সদরের কানাইপুরের করিমপুর ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই রয়েল এক্সপ্রেস নামে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের যাত্রী। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা থেকে ঢাকার দিকে যাচ্ছিল রয়েল এক্সপ্রেস নামে যাত্রীবাহী বাসটি। এ সময় ফরিদপুর থেকে মাগুরাগামী একটি লোকাল পরিবহনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যায়।

প্রত্যক্ষদর্শী স্থানীয় দোকানদার মো. তোবারক আলী বলেন, ‘সকাল তখন প্রায় ১০টা। এ সময় বৃষ্টি হচ্ছিল। তখন একটি বাস আরেকটি বাসকে দ্রুতগতিতে পার (ওভারটেকিং) হওয়ার সময় আরেকটি বাসের সঙ্গে মুখিমুখি লেগে যায়।’

বিষয়টি নিশ্চিত করে করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন চৌধুরী বলেন, তিনজনের মরদেহ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর সড়কে যানজট হলে পরে স্বাভাবিক করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শেরপুরে নায়ক সালমান শাহ্ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন 
শেরপুরে নায়ক সালমান শাহ্ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন 
বয়স জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগে বিজিএফসিএলের দুই সাবেক শীর্ষ কর্মকর্তা আটক
বয়স জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগে বিজিএফসিএলের দুই সাবেক শীর্ষ কর্মকর্তা আটক
শরীয়তপুরে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব, ককটেল বিস্ফোরণ আহত ৫
শরীয়তপুরে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব, ককটেল বিস্ফোরণ আহত ৫
কুষ্টিয়ায় পদ্মাচরে সন্ত্রাসী বাহিনীর হাতে নিহত লিটনের পরিবার ও স্থানীয়দের মানববন্ধন
কুষ্টিয়ায় পদ্মাচরে সন্ত্রাসী বাহিনীর হাতে নিহত লিটনের পরিবার ও স্থানীয়দের মানববন্ধন