মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

নারায়ণগঞ্জের রক্তাক্ত ২১ দিন, কখনও কি ভুলতে পারবে তারা?

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ২৬ জুলাই ২০২৫, ০২:২৭ পিএম
আপডেট : ২৬ জুলাই ২০২৫, ০২:২৮ পিএম
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

২০২৪ সালের জুলাই মাসে সারা দেশের মতো নারায়ণগঞ্জও অগ্নিগর্ভ হয়ে ওঠে। বৈষম্যবিরোধী আন্দোলনে রাজপথে নামে শিক্ষার্থী ও সাধারণ মানুষ। ১৪ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত টানা ২১ দিন শহরজুড়ে চলতে থাকে প্রতিরোধ, আন্দোলন আর রক্তক্ষয়ী সংঘর্ষ। এই সময় শহীদ হন ৫৬ জন, আহত হন প্রায় ৩০০ জনের বেশি।

আন্দোলনের শুরু থেকেই নারায়ণগঞ্জের চাষাঢ়া, বি বি রোড, শিমরাইলসহ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ছিল উত্তপ্ত। শিক্ষার্থীদের নেতৃত্বে প্রতিদিন মিছিল ও অবরোধে অচল হয়ে পড়ে শহর। আন্দোলনের প্রথম সপ্তাহেই পুলিশ ও আওয়ামী লীগের অস্ত্রধারী কর্মীদের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ ভয়াবহ রূপ নেয়। আন্দোলনকারীদের স্লোগান ছিল—‘বুকের ভেতর ভীষণ ঝড়, বুক পেতেছি গুলি কর’।

টানা কয়েকদিন ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালায় সশস্ত্র শামীম ওসমান ও তার বাহিনী। গুলি ছোড়া হয় হেলিকপ্টার থেকেও। ভয়ংকর সে হত্যাকাণ্ডে বাড়তে থাকে মৃত্যুর মিছিল। তবে পিছু হটেনি ছাত্র-জনতা বরং প্রতিরোধ গড়ে তুলে চালিয়ে গেছে শেখ হাসিনা সরকারের পতনের আন্দোলন।

১৭ জুলাই নিহত শিক্ষার্থীদের স্মরণে ‘মাতম মিছিল’ করে শহর অবরুদ্ধ করেন ছাত্র-জনতা। ১৮ জুলাই রেলপথ অবরোধ চলাকালে পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট ছোড়ে, সঙ্গে যোগ দেয় আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। ১৯ জুলাই ছাত্রদের মিছিলে সরাসরি গুলিবর্ষণ করা হয়, গুলিতে শিশু রিয়া গোপসহ বহু আহত হন। আন্দোলনকারী রাজনৈতিক দলের নেতা। (ভক্সপপ পাট-০২)

সবচেয়ে ভয়াবহ হামলা হয় ২০ জুলাই। আন্দোলনকারীদের দাবি, সেদিন হেলিকপ্টার থেকেও গুলি ছোড়া হয়, নিহত হন অন্তত ২০ জন। পরবর্তী দিনগুলোতেও শহরের বিভিন্ন এলাকায় চলে দমন-পীড়ন ও নির্বিচার গ্রেপ্তার। আদালত প্রাঙ্গণেও স্বজনদের আহাজারি ছড়িয়ে পড়ে।

জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা জানান, নিহতদের মধ্যে ২১ জন নারায়ণগঞ্জের স্থানীয়, বাকিরা দেশের অন্যান্য জেলার। এখন পর্যন্ত ২৫৫ জন আহতের গ্যাজেট প্রকাশিত হয়েছে, আরও ৪৩ জন যাচাই-বাছাই চলছে।

বিএনপির মহানগর সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু বলেন নিহতদের জন্য বিচার চাই। যারা গুলি চালিয়েছে, তাদের শাস্তি নিশ্চিত করতে হবে।

৫ আগস্ট ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচির দিনও গুলিতে প্রাণহানি ঘটে। দুপুরের পর শেখ হাসিনার দেশত্যাগের খবরে শহরে ছড়িয়ে পড়ে উল্লাস। নির্মম দমন, রক্ত, চোখের জল আর অদম্য সাহস—এই ছিল নারায়ণগঞ্জের জুলাই অভ্যুত্থান। একটি বৈষম্যহীন সমাজ গঠনের লড়াইয়ে এই শহর হয়ে উঠেছিল ইতিহাসের সাক্ষী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শেরপুরে নায়ক সালমান শাহ্ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন 
শেরপুরে নায়ক সালমান শাহ্ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন 
বয়স জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগে বিজিএফসিএলের দুই সাবেক শীর্ষ কর্মকর্তা আটক
বয়স জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগে বিজিএফসিএলের দুই সাবেক শীর্ষ কর্মকর্তা আটক
শরীয়তপুরে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব, ককটেল বিস্ফোরণ আহত ৫
শরীয়তপুরে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব, ককটেল বিস্ফোরণ আহত ৫
কুষ্টিয়ায় পদ্মাচরে সন্ত্রাসী বাহিনীর হাতে নিহত লিটনের পরিবার ও স্থানীয়দের মানববন্ধন
কুষ্টিয়ায় পদ্মাচরে সন্ত্রাসী বাহিনীর হাতে নিহত লিটনের পরিবার ও স্থানীয়দের মানববন্ধন