
গাজীপুরের শ্রীপুরে ভারতীয় কর্মকর্তাদের অপসারণসহ ১০ দফা দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন আর-কে সিরামিক কারখানার শ্রমিকরা।
রবিবার (২৭ জুলাই) সকাল সাড়ে ৬টা থেকে উপজেলার জৈনাবাজারের দক্ষিণ পাশে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা। এ সময় মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। যার ফলে ভোগান্তিতে পড়েন অফিসগামী মানুষ ও পণ্যবাহী যানবাহন।
খবর পেয়ে হাইওয়ে পুলিশ, থানা ও শিল্প পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। এসময় আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে শ্রমিকদের ব্যাপক ধাওয়া ও পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানো গ্যাস (টিয়ার গ্যাস) ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে।
পুলিশ ও শ্রমিক সূত্রে জানা যায়, কারখানা কর্তৃপক্ষ সরকার ঘোষিত নতুন বেতন কাঠামো বাস্তবায়ন করছে না। আন্দোলনরত শ্রমিকদের দাবি, নূন্যতম বেতন ৭ হাজার টাকায় বৃদ্ধি, সব শ্রমিকদের তিন বছর পরপর পদোন্নতি, কারখানা থেকে ভারতীয় কর্মকর্তাদের প্রত্যাহারসহ ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলন চালিয়ে যাচ্ছেন শ্রমিকরা।
কারখানায় কর্মরত শ্রমিকরা জানান, ভারতীয় কর্মকর্তা-কর্মচারীদের অপসারণ, প্রতি মাসে হাজিরা বোনাস ১৫০০ টাকা নির্ধারণ, শ্রমিক ছাঁটাই বন্ধ করা, বয়স্কভাতাসহ পুরাতন সকল সুযোগ-সুবিধা পুনরায় চালু করাসহ ১০ দফা দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন।
এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার যোগাযোগ করেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।এ রিপোর্ট লেখা পর্যন্ত পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
মন্তব্য করুন