
		বাঘ ও সুন্দরবন রক্ষায় সচেতনতা সৃষ্টিতে মোংলায় ব্যতিক্রমধর্মী বাঘ মহড়া এবং প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে মিঠাখালী বাজার মাঠে এ প্রীতি ফুটবল ম্যাচ ও বাঘ মহড়া অনুষ্ঠিত হয়। বিশ্ব বাঘ দিবস উপলক্ষে কয়েকটি পরিবেশবাদী সংগঠনের আয়োজনে এই বাঘ মহড়া ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন বিএনপির কেন্দ্রীয় গবেষণা সম্পাদক ও আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কৃষিবিদ মোহাম্মদ শামীমুর রহমান শামীম।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় কৃষিবিদ মোহাম্মদ শামীমুর রহমান শামীম বলেন বাঘ রক্ষায় সচেতনতা বাড়াতে হবে। সুন্দরবনে বাঘ চোরাচালানের আন্তর্জাতিক চক্রকে রুখতে হবে। সুন্দরবন সংলগ্ন এলাকার বাঘ মানুষের দ্বন্দ্ব নিরসন করে সবাইকে বাঘ বন্ধু হতে হবে।
উদ্বোধনী অনুষ্ঠানের বাঘ মহড়া পরিবেশনা করেন ওয়াইল্ড টিম'র ভিটিআরটি'র সদস্যরা। এরপরে প্রীতি ফুটবল ম্যাচ অংশনেন মিঠাখালী ইউনিয়ন বনাম চাঁদপাই ইউনিয়ন।
অনুষ্ঠানের আগে কৃষিবিদ মোহাম্মদ শামীমুর রহমান শামীম মিঠাখালী বাজার মসজিদ চত্বরে মাসব্যাপী বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন।
মন্তব্য করুন