
		গাইবান্ধা সদরের কাউন্সিলের বাজার থেকে শুরু করে খোলাহাটি ইউনিয়নের বাঁধের মাথা পর্যন্ত ১১ কিলোমিটার এই জরাজীর্ণ রাস্তায় প্রতিদিন দুর্ভোগ পোহাতে হয় হাজার হাজার পথচারী, যানবাহনের যাত্রী ও চালকদের। খানাখন্দ আর বড় বড় গর্তে বেহাল দশা রাস্তাটির। বৃষ্টি হলেই কাঁদাতে ভরপুর থাকে পুরো রাস্তা জুড়ে। আর এর ফলে এ রাস্তায় প্রায়ই ঘটে ছোট বড় দুর্ঘটনা।
এদিকে এ রাস্তার কারনে বিপাকে পড়েছেন এলাকার লোকজন। জরাজীর্ণ রাস্তার কারনে তাদের সন্তানদের বিয়ে দিতেও পড়তে হচ্ছে বিপাকে। সবমিলে বিয়ে ঠিক হলেও রাস্তা দেখার পর এই এলাকায় বিয়ে করতে বা দিতে চায় না অন্য এলাকার লোকজন।
স্থানীয়রা জানান, খানাখন্দের কারনে কোন গর্ভবতী বা অসুস্থ রোগীকে দ্রুত সময়ে হাসপাতালে নেওয়া সম্ভব হয় না। তবে দ্রুত সময়ের মধ্যে রাস্তার টেন্ডার আহ্বান করা হবে বলে জানালেন উপজেলা প্রকৌশলী।
মন্তব্য করুন