
		সাম্প্রতিক সময়ে নাটোর সুগার মিলের দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় তিন নিরাপত্তারক্ষীকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। গত ৩ আগস্ট রাতভর সংঘটিত এই ডাকাতির ঘটনায় ডাকাতরা মিলের নিরাপত্তারক্ষীদের বেঁধে রেখে প্রায় ৯০ লাখ ৪০ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।
ডাকাতির পরপরই নাটোর সদর থানা পুলিশ তাৎক্ষণিকভাবে মিলের আটজন নিরাপত্তা কর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তুহিন, সাজেদুল ও সাব্বির নামের তিনজনকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার দেখানো হয় এবং সোমবার (৪ আগস্ট) সন্ধ্যায় তাদের জেলা কারাগারে প্রেরণ করা হয়।
নাটোর সদর থানার ওসি (তদন্ত) শফিকুল ইসলাম জানান, ঘটনার সঙ্গে জড়িত থাকার সুস্পষ্ট সন্দেহে ওই তিন নিরাপত্তাকর্মীদের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে অপর পাঁচ নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে কোনো প্রমাণ না পাওয়ায় তাদের ছেড়ে দেয়া হয়েছে।
তিনি আরও জানান, ঘটনার পেছনে কারা জড়িত ছিল এবং কীভাবে এত বড় পরিমাণ মালামাল লুট হলো, তা উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে। খুব শিগগিরই অন্য জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
মন্তব্য করুন