
		সময়ের পীঠে এপিটাফ রেখে কালের যাত্রায় বড় দ্রুত পেরিয়ে যাচ্ছে দিনক্ষণ। কোটা সংস্কারের টানা ৩৬ দিনের সংশপ্তক আন্দোলন থেকে দুনিয়া কাঁপানো অভাবনীয় অবিনাশী গণঅভ্যুত্থানে রূপ নেওয়া যে রক্তাক্ত জুলাই বদলে দিয়েছে এই ভূখণ্ডের ইতিহাস-স্রোতধারা; জুলাই গণঅভ্যুত্থানের পয়লা বর্ষপূর্তি আজ ৫ আগস্ট।
এ উপলক্ষে সীতাকুণ্ড উপজেলা ও পৌরসভা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে সীতাকুণ্ড সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এক সমাবেশ ও বিজয় র্যালির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. কমল কদর এবং সঞ্চালনা করেন সদস্য সচিব কাজী মহিউদ্দিন। বিজয় র্যালিটি সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়ে উত্তরের বটতলা এবং দক্ষিণের উপজেলা হাসপাতাল পর্যন্ত জনসমুদ্রে পরিণত হয়।
বক্তারা বলেন, আওয়ামী লীগের দীর্ঘ স্বৈরাচারী উৎপীড়ন এই গণঅভ্যুত্থানের পটভূমি তৈরি করে। সারা দেশের নাগরিক শক্তির দুঃসাহসী ঐক্য গড়ে উঠে, যা শেখ হাসিনার দেড় দশকের ফ্যাসিবাদী নাগপাশ ভেঙে দেয়।
তাঁদের ভাষায়, গত বছরের জুলাই যেন ইতিহাসের পৃষ্ঠায় উৎকীর্ণ দাবানলের অগ্নিময় অধ্যায়। এই গণঅভ্যুত্থান ছিল আত্মপরিচয়, ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠার ১৬ বছরের সংগ্রামের মাইলফলক। বক্তারা বলেন, নিকষ ফ্যাসিবাদ পতনের গহিন থেকে উদিত হয় নতুন সূর্য।
সমাবেশে বক্তব্য রাখেন, জাতীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক উদয় কুসুম বড়ুয়া, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কাজী সালাউদ্দিন, পৌর বিএনপির আহ্বায়ক জাকির হোসেন, সদস্য সচিব সালেহ আহমেদ সলু, উপজেলা বিএনপির সাবেক সেক্রেটারি জয়নাল আবেদীন দুলাল, দিদারুল ইসলাম মাহমুদ, ইউসুফ নিজামী, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সোলাইমান মঞ্জু, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোরসালিন, আলহাজ্ব কামাল উদ্দিন, আবুল বশর ভূঁইয়া, নুরুল আনোয়ার, শামসুল আলম আজাদ (কাউন্সিলর), নুরুদ্দিন জাহাঙ্গীর, এস এম লোকমান হাকিম, জিতেন্দ্র নারায়ণ নাটু, নার্গিস আক্তার, অ্যাড. রওশন আরা, নাজমুন নাহার নেলী, রবিউল হক, মোজাহের উদ্দিন আশরাফ, আরঙ্গজেব মোস্তফা, ফজলুল করিম চৌধুরী, সাহাবুদ্দিন রাজু, খোরশেদ আলম (মেম্বার), ইউনিয়ন বিএনপি নেতা কাজী এনামুল বারী, মো. জাহাঙ্গীর, খ. ম. নাজিম উদ্দিন, জাফর আহমেদ ভূঁইয়া, আলাউদ্দিন মাসুম, আইনুল কামাল, আকবর হোসেন, সরোয়ার কামাল, আবুল কালাম আজাদ, মো. রাশেল, সালামত উল্লাহ, ইদ্রিস মিয়া, ইদ্রিছ মনি, সাহাবুদ্দিন, নাজিমুদ্দৌলা, শেখ সাহাবুদ্দিন, নবী চৌধুরী, মুক্তিযোদ্ধা মহরম আলী, মোস্তাফিজুর রহমান হিরু, আবুল কাশেম, জাহেদুল হাসান, নুরুল আবসার, নুরুল আলম বাবুল, নুর মোস্তাফা, জামশেদুল, আলাউদ্দিন, সাজ্জাদ হোসেন রফিক, আবু বক্কর, মো. লোকমান, মহিউদ্দিন, মো. বেলাল, মাওলানা ইসমাইল, বখতিয়ার উদ্দিন, আবু সালেক, অমলেন্দু কনক, জিয়া উদ্দিন, সোলাইমান রাজ, আলাউদ্দিন মনি, হেলাল উদ্দিন বাবর, মামুন রেজা, কাজী সেলিম, কোরবান আলী সাহেদ, ইসমাইল হোসেন, কামরুল ইসলাম বাবলু, রিফাত প্রমুখ।
মন্তব্য করুন