
		লক্ষ্মীপুরের আলোচিত শীর্ষ সন্ত্রাসী জোড়াখুনসহ ২৩ মামলার আসামি আলমগীর হোসেন ওরফে কদু আলমগীরকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। এছাড়া পৃথক অভিযানে হত্যাসহ একাধিক মামলার পুলিশ তালিকাভুক্ত আসামি আল আমিনকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (১১ আগষ্ট) ভোরে চন্দ্রগঞ্জের উত্তর জয়পুর ইউনিয়নের কংশনারায়ণপুর এলাকার নিজ বাড়ি থেকে কদু আলমগীরকে ও পৌর শহর থেকে আল আমিনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত কদু আলমগীর কংশনারায়ণপুর গ্রামের আবুল হোসেনের ছেলে। গ্রেফতারকৃত আল আমিন সদর উপজেলা বশিকপুর ইউনিয়ন যুবদেলের সাধারন সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। দুইজনই হত্যাসহ একাধিক মামলার পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী।
সেনাবাহিনী জানায়, আসামি কদু আলমগীর একজন শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে ২০২৩ সালে বশিকপুরে যুবলীগ নেতা আব্দুল্লাহ আল নোমান ও ছাত্রলীগ নেতা রাকিব হোসেন রাকিব হত্যাসহ ২৩টি মামলার গ্রেপ্তারী পরোয়ানা রয়েছে।
সে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। সোমবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে চন্দ্রগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। অপরদিকে যুবদল নেতা আল আমিন হত্যাসহ একাধিক মামলার পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। তাকে ও সদর থানায় হস্তান্তর করা হয়।
লক্ষ্মীপুর সেনা ক্যাম্পে, ক্যাপ্টেন মো. রাহাত খান জানান, শীর্ষ সন্ত্রাসী আলমগীর হোসেন প্রকাশ কদু আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে অন্তত দুই ডজন মামলা রয়েছে। অপরদিকে যুবদল নেতা আল আমিন হত্যাসহ একাধিক মামলার পুলিশের তালিকাভুক্ত আসামী। তাদের দুইজনকে চন্দ্রগঞ্জ ও সদর থানা পুলিশের কাছে হস্তাতর করা হয়েছে।
মন্তব্য করুন