বুধবার, ০৫ নভেম্বর ২০২৫

খুলনা-সাতক্ষীরা জরাজীর্ণ সড়ক সংস্কা‌রের নামে অর্থের অপচয়

বৈশাখী প্রতিবেদক
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৫, ০৪:১৩ পিএম
আপডেট : ১৩ আগস্ট ২০২৫, ০৫:৩৫ পিএম

খুলনার সাতক্ষীরা মহাসড়‌কের জিরোপয়েন্ট থেকে সুভাসিনী বাজার পর্যন্ত ৩৩ কিলোমিটার রাস্তায় অসংখ্য খানাখন্দক সৃষ্টি হয়েছে। ১৬০ কো‌টি টাকা ব‌্যয়ে নি‌র্মিত সড়ক‌টি মাত্র দেড় বছ‌রের মাথায় অসংখ্য খানা-খ‌ন্দকের সৃ‌ষ্টি হয়। ২০২০ সালে নির্মিত খুলনা-সাতক্ষীরা মহাসড়কটি এখন বেহাল অবস্থায় পরিণত হয়েছে।

পদ্মা সেতু চালু হওয়ার পর খুলনা-সাতক্ষীরা মহাসড়কে যানবাহন চলাচলও কয়েকগুন বেড়ে গেছে। সড়ক নির্মাণের দুই বছরের মাথায় খানাখন্দক সৃষ্টি হয়। প্রতিবছর বর্ষা মৌসুমের আগে সংস্কারের নামে কার্পেটিংয়ের বদলে ইটের সোলিং দিয়ে তামাশা করে সওজ বিভাগ। এবারো তাই শুরু হয়েছে!বর্ষা মৌসুমের শুরুতে খানাখন্দের জায়গায় কার্পেটিংয়ের বদলে ইটের সোলিং দেয়া শুরু হয়েছে।

চুকনগর বটতলা নামকস্থানে প্রায় অর্ধ কিলোমিটার পর্যন্ত টানা সোলিং দেয়া হয়। তবে কিছু কিছু জায়গায় কার্পেটিংও দেয়া হচ্ছে। চলতি অর্থ বছরে ২ কোটি ৪৫ লাখ টাকা বরাদ্দে এই সংস্কার কাজ চলছে। জোড়াতালি সংস্কারের ফলে সড়কে দুর্ঘটনা কয়েক গুন বেড়ে গেছে। ওইসব জায়গায় প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে।

স্থানীয়রা জানান, সাতক্ষীরা জেলার অংশ শুভাসিনী থেকে খুলনার জিরোপয়েন্ট পর্যন্ত অনেক জায়গায় রাস্তাটির বেশ খারাপ অবস্থা। অসংখ্য খানাখন্দে ভরে গেছে। এখন দেখছি সেখানে সংস্কারের নামে তামাশা শুরু করেছে। কার্পেটিংয়ের বদলে ইটের সলিং দিচ্ছে।

সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী তানিমুল হক জানান, খুলনা-সাতক্ষীরা সড়কে অতিরিক্ত ভারি যানবাহন চলাচলের কারণে দ্রুত সড়ক নষ্ট হচ্ছে। রাস্তাটি পুনঃনির্মাণের প্রস্তাব পাঠানো হয়েছে। বরাদ্দ না হয়ে আশা পর্যন্ত এভাবেই সংস্কারের মাধ্যমে চলাতে হবে। বর্ষার সময় কার্পেটিংয়ের কাজ করা যায় না।

তাছাড়া ব্যয় সাশ্রয়ী ও অল্প সময় বেশি রাস্তা নির্মাণের জন্য ইটের সোলিং দেয়া হচ্ছে। যেখানে বেশি খানাখন্দক সেখানে ইটের সোলিং দেয়া হচ্ছে। অল্প ক্ষতিগ্রস্থ জায়গায় কার্পেটিং দেয়ার কাজও চল‌ছে ব‌লে জানান তি‌নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সরাইলে পুলিশের কাছ থেকে যুবলীগ নেতাকে ছিনিয়ে নেয়ায় উত্তেজনা
সরাইলে পুলিশের কাছ থেকে যুবলীগ নেতাকে ছিনিয়ে নেয়ায় উত্তেজনা
উজিরপুরে কামড় দেয়া সাপ নিয়ে হাসপাতালে গৃহবধূ
উজিরপুরে কামড় দেয়া সাপ নিয়ে হাসপাতালে গৃহবধূ
এখনও পুলিশ প্রহরায় পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হয় : অতিরিক্ত সচিব
এখনও পুলিশ প্রহরায় পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হয় : অতিরিক্ত সচিব
শেরপু‌রে মসজিদে ঢুকে ভাংচুর, গ্রেফতার ২
শেরপু‌রে মসজিদে ঢুকে ভাংচুর, গ্রেফতার ২