
		কক্সবাজার বিমানবন্দর থেকে ঢাকাগামী ইউএস-বাংলা এয়ারলাইন্সের এক ফ্লাইটে চড়ে ইয়াবা পাচারের চেষ্টা ব্যর্থ হলো।
রবিবার (১৭ই আগস্ট) সকাল ১১টা ২৫ মিনিটে ছেড়ে যাওয়ার নির্ধারিত ফ্লাইটে ওঠার আগে নিরাপত্তা তল্লাশিতে ক্রিকেট ব্যাটের ভেতর লুকানো ৫ হাজার ১০০ পিস ইয়াবা উদ্ধার করেছে ৮ এপিবিএন ও আনসার সদস্যরা। এসময় দুই যাত্রীকে হাতেনাতে আটক করা হয় ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক রিয়াজ উদ্দিন আহমদ।
আটকরা হলেন, মাদারিপুরের জাকির হোসেন (২১) ও বরিশালের তানভীর আহমেদ (২৮)।
কক্সবাজার বিমানবন্দরের ব্যবস্থাপক গোলাম মোর্তজা জানান, সকাল ১১ টা ২৫ মিনিটের ইউএস বাংলার একটি ফ্লাইটে তাদের যাত্রা করার কথা ছিলো। আটকরা ক্রিকেট ব্যাটের ভেতর ফাঁপা জায়গা তৈরি করে সেখানে ইয়াবা ট্যাবলেট ভরে পুটির মতো পদার্থ দিয়ে সিল করা হয়েছিল। বাইরে থেকে দেখে বোঝার উপায় ছিল না। স্ক্যানিং ও তল্লাশিতে বিষয়টি ধরা পড়ে।
৮ এপিবিএনের অধিনায়ক রিয়াজ উদ্দিন আহমদ বলেন, মাদক চক্র এখন খেলাধুলার সামগ্রী, ইলেকট্রনিক্স, আসবাব এমনকি গৃহস্থালী পণ্যের ভেতর লুকিয়ে পাচারের কৌশল নিচ্ছে। আটক দু’জনের বিরুদ্ধে আইনানুসারে ব্যবস্থা নেয়ার জন্য কক্সবাজার সদর মডেল থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।
মন্তব্য করুন