
		বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রকাশনা, মুদ্রণ ও বিতরণ বিভাগের সাবেক পরিচালক সৈয়দ নুরুল আজহার (৬৮) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। সৈয়দ নুরুল আজহারের মৃত্যুতে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম গভীর শোক প্রকাশ করেছেন। বুধবার (২০শে আগস্ট) সকালে ধানমন্ডিতে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। বিকেলে চট্টগ্রামের গরীবুল্লাহ শাহর মাজারে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে তাকে। সৈয়দ নুরুল আজহারের গ্রামের বাড়ি চট্টগ্রামের রাঙ্গুনিয়ার সরফভাটা গ্রামে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক এই শিক্ষার্থী প্রকাশনা শিল্পে জড়িত ছিলেন। পরে যুক্ত হন সাংবাদিকতায়, বাংলাবাজার পত্রিকায় কাজ করতেন তিনি। এরপর ফৌজদারহাট ক্যাডেট কলেজে শিক্ষকতা করেন। পরবর্তীতে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে যোগ দিয়েছিলেন। তিনি সমাজ অধ্যায়ন কেন্দ্রের সদস্য ছিলেন।
মন্তব্য করুন