
		নেত্রকোণার কেন্দুয়া উপজেলার সিএনজি চালকের মরদেহ চিরাং ইউনিয়নের মরা বিল থেকে উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
নেত্রকোণার কেন্দুয়া উপজেলার ১১ নং চিরাং ইউনিয়নের আদমপুর-দুল্লী রাস্তার পাশের মরা বিল থেকে নুরুজ্জামাল ওরফে জামাল (৪০) এর লাশ উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। নিহত জামাল উপজেলার ৯নং নওপাড়া ইউনিয়নের পাঁচহার গ্রামের মৃত মগল চাঁন মিয়ার ছেলে লাশ শনাক্ত করেছেন নিহতের চাচা মোঃ মুকুল মিয়া।
লাশ উদ্ধারে ঘটনাস্থলে নেত্রকোণা জেলা সহকারী পুলিশ সুপার (কেন্দুয়া-আটপাড়া) সার্কেল মোঃ গোলাম মোস্তফা, কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান, পিবিআই ও সি আই ডি সদস্যরা যৌথভাবে লাশ উদ্ধারে অংশগ্রহণ করেন।
কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান,স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই এবং পিবিআই,সি আই ডি টিমকে জানালে তাঁরাও ঘটনাস্থলে আসলে আমরা যৌথভাবে সকাল ৯ টার দিকে আদমপুর-দুল্লী রাস্তার পাশের মরা বিল থেকে সিএনজি চালক নুরুজ্জামাল ওরফে জামাল মিয়ার লাশ উদ্ধার করা হয়।
নিহতের শরীরে বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। তবে নিহত জামাল মিয়ার সিএনজিটি ঘটনাস্থলের পাশেই রয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে মৃতদেহ থানায় নিয়ে আসা হয়েছে। আজকেই ময়না তদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে। পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানান ওসি।
মন্তব্য করুন