
		বাগেরহাটের প্রবাহমান সকল সরকারী খাল থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বাগেরহাটের সকল স্তরের মানুষ।
বুধবার (২০ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত বাগেরহাট শহরের দশানী ট্রাফিক মোড়ে বাগেরহাটের বিভিন্ন ইউনিয়ন থেকে ব্যাপক সংখ্যক ক্ষতিগ্রস্ত কৃষক, চাষী, বিভিন্ন রাজনৈতিক ও ধর্মীয় নেতৃবৃন্দ সহ বিভিন্ন সামাজিক সংগঠন এর নেতৃবৃন্দ এতে অংশ নেন।
মানববন্ধনে বক্তারা অবিলম্বে সকল সরকারী খাল থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ করার পাশাপাশি খালের স্বাভাবিক প্রবাহ ও নাব্যতা বৃদ্ধির জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান। অন্যথায় নিজেরাই দখলদারদের উচ্ছেদ করার ঘোষণা দেন।
মন্তব্য করুন