
		ঢাকা সিলেট মহাসড়কের হবিগঞ্জের আউশকান্দি সিএনজি গ্যাস পাম্পে জরাজীর্ণ বাস থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে ৯টি সিএনজি অটোরিক্সা ও জরাজীর্ণ বাসটি পুড়ে গেছে। আজ বৃহস্পতিবার ভোর পৌনে ৬ টায় দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌছে ১ ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস সদস্যরা জানায়, বৃহস্পতিবার ভোরে পাম্পে একটি জরাজীর্ণ বাসে গ্যাস রিফিল করার সময় আগুনের সুত্রপাত হয়। পড়ে বাসে আগুন লেগে পাশে থাকা ৯টি সিএনজি অটোরিক্সাও পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে নবীগঞ্জ, বাহুবল ও ওসমানীনগর থেকে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌছে ১ ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে গ্যাস পাম্পের মূল মজুদে আগুন না লাগায় প্রাণহানী বা ভয়াবহ ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে পাম্পটি।
মন্তব্য করুন