
বরিশালের উজিরপুরে আওয়ামী সন্ত্রাসীদের অতর্কিত হামলা, চাঁদাবাজী, মাদকসহ উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শাহাদুজ্জামানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে স্থানীয় নেতা কর্মীরা।২১ আগস্ট বৃহস্পতিবার বিকেলে এক বিক্ষোভ মিছিল পৌরসভার লঞ্চঘাট থেকে টেম্পুস্টান্ড হয়ে উপজেলা চত্বরে শেষ হয়। এ সময় প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. জিয়া আমিন রাড়ীর।
উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. শাহাদুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন পৌর বিএনপির সহ সভাপতি মো. গিয়াস উদ্দিন আকন, যুবদল নেতা সৈয়দ ইউসুফ হোসেন। অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক দলের সিনিয়র সহ সভাপতি এম মিজানুর রহমান মিঠু, যুগ্ম সাধারণ সম্পাদক মো. হান্নান , সাংগঠনিক সম্পাদক ফোরকান বেপারি, পৌর শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মো. রফিক বেপারি, পৌর মহিলা দলের সভাপতি শিল্পী খানম. সিমু আক্তার, নুপুর বেগমসহ বিভিন্ন ইউনিয়ন শ্রমিক দলের নেতাকর্মী।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন ফেসিস্ট আওয়ামী লীগ সরকার পালিয়ে গেলেও তাদের দোসররা এখনও সক্রিয়। ঐক্যবদ্ধ ভাবে তাদেরকে প্রতিহত করতে হবে। অতিদ্রুত শাহাদুজ্জামানের বিরুদ্ধে ষড়যন্ত্র মুলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান নেতৃবৃন্দ।
মন্তব্য করুন