বুধবার, ০৫ নভেম্বর ২০২৫

যশোরে বার্মিজ চাকুসহ আটক ৪

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ২২ আগস্ট ২০২৫, ১১:০০ এএম
আপডেট : ২২ আগস্ট ২০২৫, ১১:০১ এএম

যশোরে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে বার্মিজ চাকুসহ অন্তত চার সন্ত্রাসীকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ২১ আগস্ট বৃহস্পতিবার দুপুরে মনোহরপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো, যশোর সদরের ইছালি গ্রামের আব্দুল লতিফের পুত্র মাসুদুজ্জামান সুইট (৫০), বাঘারপাড়া থানাধীন জয়নগর গ্রামের শওকত বিশ্বাসের পুত্র রিপন, নলডাঙ্গা গ্রামের মৃতঃ আকবর মোল্ল্যার পুত্র শাহিনুর রহমান (৪৪), কোতয়ালী ধানাধীন সাড়ংডাঙ্গা গ্রামের মিজান বিশ্বাসের পুত্র ফিরোজ।

অভিযান পরিচালনাকারীকর্মকতারা জানান, তাদের কাছে অস্ত্র থাকার গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি চালানো হয়। এ সময় তাদের শরীর তল্লাশি করে দুইটি বার্মিজ চাকু, ২৫ গ্রাম গাঁজা, চারটি অ্যান্ড্রয়েড মোবাইল এবং একটি এয়ার বাট উদ্ধার করা হয়।

পরে মাসুদুজ্জামান সুইটের বাড়িতে তল্লাশি চালানো হয়। আর কোনো কিছু পাওয়া যায়নি। আটককৃত চারজন এবং উদ্ধারকৃত মালামাল ওইদিন বিকেল ৪টায় যশোর সদর থানায় হস্তান্তর করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সরাইলে পুলিশের কাছ থেকে যুবলীগ নেতাকে ছিনিয়ে নেয়ায় উত্তেজনা
সরাইলে পুলিশের কাছ থেকে যুবলীগ নেতাকে ছিনিয়ে নেয়ায় উত্তেজনা
উজিরপুরে কামড় দেয়া সাপ নিয়ে হাসপাতালে গৃহবধূ
উজিরপুরে কামড় দেয়া সাপ নিয়ে হাসপাতালে গৃহবধূ
এখনও পুলিশ প্রহরায় পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হয় : অতিরিক্ত সচিব
এখনও পুলিশ প্রহরায় পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হয় : অতিরিক্ত সচিব
শেরপু‌রে মসজিদে ঢুকে ভাংচুর, গ্রেফতার ২
শেরপু‌রে মসজিদে ঢুকে ভাংচুর, গ্রেফতার ২