বুধবার, ০৫ নভেম্বর ২০২৫

খেলনা পিস্তল ঠেকিয়ে অপহরণের চেষ্টা, গ্রেফতার ২

বৈশাখী প্রতিবেদক
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৫, ১২:৫৩ পিএম

নাটোরে ইমরান নামে এক যুবককে অপহরণের চেষ্টা চালানোর সময় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় একটি প্রাইভেটকার জব্দ করা হয়। গাড়ি থেকে উদ্ধার করা হয় একটি খেলনা পিস্তল।

শনিবার (২৩ আগস্ট) রাত সাড়ে ৯ টার দিকে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম।

গ্রেপ্তারকৃতরা হলেন, বড়াইগ্রাম উপজেলার জোয়ারী গ্রামের শহিদুল ইসলামের ছেলে মো. ওয়াদুদ হোসেন শিহাব এবং গুরুদাসপুর উপজেলার সোনাবাজু গ্রামের দুলু মিঞার ছেলে মো. রাব্বানী।

অতিরিক্ত পুলিশ সুপার জানান, ফেসবুক পেজ থেকে ভিডিও ডাউনলোড করে ইউটিউবে আপলোড করার জেরে ভুক্তভোগী ইমরানের সঙ্গে আসামিদের বিরোধ চলছিল। এর জের ধরে শনিবার রাত ৯ টার দিকে এক বন্ধুর মাধ্যমে ইমরানকে বড় হরিশপুর বাস কাউন্টারে ডেকে আনা হয়।

পরে কৌশলে তাকে প্রাইভেটকারে তুলে নিয়ে মাথায় পিস্তল ঠেকিয়ে স্টেশন এলাকার দিকে নেওয়ার চেষ্টা করা হয়। গাড়িটি শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে ইমরানের চিৎকারে স্থানীয়রা প্রাইভেটকারটি আটকায়। তখন দুজন পালিয়ে গেলেও দুইজনকে ঘটনাস্থলেই আটক করে পুলিশে দেয়া হয়। পরবর্তীতে তল্লাশিতে গাড়ি থেকে বিদেশি পিস্তলের আদলে তৈরি একটি খেলনা পিস্তল উদ্ধার করা হয়। তিরিক্ত পুলিশ সুপার আরও জানান, ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পলাতক দুইজনকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সরাইলে পুলিশের কাছ থেকে যুবলীগ নেতাকে ছিনিয়ে নেয়ায় উত্তেজনা
সরাইলে পুলিশের কাছ থেকে যুবলীগ নেতাকে ছিনিয়ে নেয়ায় উত্তেজনা
উজিরপুরে কামড় দেয়া সাপ নিয়ে হাসপাতালে গৃহবধূ
উজিরপুরে কামড় দেয়া সাপ নিয়ে হাসপাতালে গৃহবধূ
এখনও পুলিশ প্রহরায় পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হয় : অতিরিক্ত সচিব
এখনও পুলিশ প্রহরায় পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হয় : অতিরিক্ত সচিব
শেরপু‌রে মসজিদে ঢুকে ভাংচুর, গ্রেফতার ২
শেরপু‌রে মসজিদে ঢুকে ভাংচুর, গ্রেফতার ২