
		নীলফামারীর জলঢাকা উপজেলা সাব-রেজিস্ট্রার মোঃ লুৎফর রহমান মোল্লার সীমাহীন দুর্নীতি ও তার সিন্ডিকেটের বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
সোমবার (২৫ আগস্ট) সকালে জলঢাকা বাজারের জিরো পয়েন্টে সচেতন নাগরিক সমাজের উদ্যোগে আয়োজিত এ মানববন্ধন ঘন্টাব্যাপী চলে।
মানববন্ধনে ভুক্তভোগীরা অভিযোগ করেন, সাব-রেজিস্ট্রার লুৎফর রহমান মোল্লা দীর্ঘদিন ধরে জমি রেজিস্ট্রির নামে সাধারণ মানুষকে হয়রানি করছেন। রেজিস্ট্রেশন কার্যক্রমে অতিরিক্ত টাকা আদায়, সিন্ডিকেট গঠনসহ নানাভাবে দুর্নীতি চালিয়ে যাচ্ছেন তিনি।
এসময় বক্তারা বলেন, স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তিকে ম্যানেজ করে দিনের পর দিন অনিয়ম করে যাচ্ছেন তিনি। এর ফলে সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
বক্তারা দ্রুত সময়ের মধ্যে দুর্নীতির সাথে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান। এ সংক্রান্ত যাবতীয় ফুটেজ ও সট মেইলে ড্রাইভ করে দেওয়া হলো।
মন্তব্য করুন