
মানুষের সঙ্গে বন্য প্রাণীর বন্ধুত্বের ঘটনা খুব একটা শোনা যায় না। সাধারণত এসব প্রাণী মানুষকে এড়িয়ে চলে কিন্তু মাগুরার মহম্মদপুর উপজেলায় মহম্মদপুর বাজারের ব্যাপারী পাড়াতে ঘটেছে এক ব্যাতিক্রম ঘটনা। জেলে মনিরুল ইসলামের সঙ্গে একটি বেজির বন্ধুত্ব এখন এলাকায় আলোচনার বিষয়।
প্রায় দেড় বছর আগে নিজ ঘরের বাগানে অসুস্থ অবস্থায় পড়ে থাকা একটি বেজি ছানা দেখতে পান মনিরুল । প্রাণীটির প্রতি মায়া হয়। বাড়িতে নিয়ে আসেন। স্থানীয়ভাবে পরিচর্যা করে ধীরে ধীরে সুস্থ করে তোলেন। তখন থেকেই প্রাণীটি তার সঙ্গে রয়েছে।
মনিরুল ইসলাম বলেন, আমি ওকে একাধিকবার ছেড়ে দিয়েছি। ভেবেছিলাম বনেই থাকা ভালো। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, বারবার সে ফিরে এসেছে আমার কাছেই। আমি আমার সন্তানের মতো লালন পালন করছি।
এখন বেজিটি পুরোপুরি বড় হয়ে গেছে। কিন্তু মানুষের ক্ষতি করছে না। বরং দিনের বেশির ভাগ সময় বাড়ির আশপাশে ঘুরে বেড়ায়। প্রতিদিন বাজার থেকে মাছ, মাংস, দুধ,ফল এবং কখনো কলা এনে বেজিটিকে খাওয়ান মনিরুল।
এখন শুধু মহম্মদপুর ব্যাপারী পাড়াতে নয়, আশপাশের গ্রামগুলোতেও মনিরুল আর তার বেজি আলোচনার কেন্দ্রবিন্দু। দূরদূরান্ত থেকে আসা মানুষ প্রাণীটিকে দেখতে ভিড় করছেন বাড়িতে।
মানুষ আর বন্যপ্রাণীর সম্পর্ক নিয়ে নানা ভয় ও ভুল ধারণা আছে। কিন্তু মহম্মদপুর ব্যাপারী পাড়ার এই ঘটনার মাধ্যমে পরিষ্কার হয়েছে—ভালোবাসা আর যত্ন পেলে বন্যপ্রাণীও হয়ে উঠতে পারে মানুষের সঙ্গী।
মন্তব্য করুন