
		গাইবান্ধার সুন্দরগঞ্জে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত পৌর এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার(২ সেপ্টেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেন সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজ কুমার। তিনি জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং জানমালের ক্ষতির আশঙ্কায় পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আরও জানান, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুই গ্রুপের মধ্যে বিরোধের কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতি মারাত্মকভাবে অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে। তাই জনসাধারণকে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে এ পদক্ষেপ নেয়া হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদেশ অনুযায়ী, আগামীকাল বুধবার সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত সুন্দরগঞ্জ পৌরসভা ও এর আশেপাশের এলাকায় সকল প্রকার আগ্নেয়াস্ত্র বহন ও প্রদর্শন, লাঠি বা দেশীয় অস্ত্র বহন ও প্রদর্শন, যে কোন ধরনের মাইকিং বা শব্দ যন্ত্র ব্যবহার, পাঁচ বা তার বেশি সংখ্যক ব্যক্তির একত্রে চলাফেরা, সভা, সমাবেশ ও মিছিল সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।
আদেশে আরও বলা হয়েছে, এই নির্দেশ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ক্ষেত্রে প্রযোজ্য হবে না।
মন্তব্য করুন