মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

শিশুর সাথে অশালীন আচরণ, কসবায় ইজিবাইক চালকের কারাদণ্ড

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২১ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় তৃতীয় শ্রেণির এক কিন্ডারগার্টেন শিক্ষার্থীর সাথে অশালীন আচরণের দায়ে দুলাল মিয়া (৪৫) নামে এক ইজিবাইক চালককে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এর আগেও একই ধরণের অপরাধে দুলাল মিয়াকে অর্থদণ্ড দিয়েছিল ভ্রাম্যমাণ আদালত। আজ ৩ সেপ্টেম্বর বুধবার সকালে কসবা-আখাউড়া সড়কের বিনাউটি ইউনিয়নের ব্রাহ্মণগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কসবা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ছামিউল ইসলাম। দুলাল মিয়া উপজেলার একই ইউনিয়নের চাপিয়া গ্রামের ইদ্রিস মিয়ার ছেলে। জানা যায়, সকালে শিশুটি ইজিবাইকে বাড়ি ফেরার সময় দুলাল মিয়া শিশুটির সাথে অশালীন আচরণ করে, তার শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেয়। এতে শিশুটি চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে আসে এবং ঘটনাটি জানার পর দুলালকে আটক করে উপজেলা প্রশাসনকে খবর দেয়। পরে ঘটনাস্থলে পৌঁছে ভ্রাম্যমাণ আদালত তাকে সাজা প্রদান করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ছামিউল ইসলাম জানান, সকালে তৃতীয় শ্রেণির এই শিক্ষার্থীর সঙ্গে অশালীন আচরণ (ইভটিজিং) করে দুলাল নামের ব্যক্তিটি। তিনি পেশায় অটোরিকশাচালক। অটোরিকশা চালানো অবস্থায় শিক্ষার্থীর সঙ্গে তিনি অশালীন কথা বলতে থাকে। একপর্যায়ে শিক্ষার্থীর শরীর স্পর্শ করার চেষ্টা করেন। পরে শিক্ষার্থীর চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাকে আটক করেন। পরে তারা আমাকে খবর দেয়। আমি ঘটনাস্থলে আসার পর আসামি স্বেচ্ছায় তার নিজের দোষ স্বীকার করলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শেরপুরে নায়ক সালমান শাহ্ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন 
শেরপুরে নায়ক সালমান শাহ্ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন 
বয়স জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগে বিজিএফসিএলের দুই সাবেক শীর্ষ কর্মকর্তা আটক
বয়স জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগে বিজিএফসিএলের দুই সাবেক শীর্ষ কর্মকর্তা আটক
শরীয়তপুরে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব, ককটেল বিস্ফোরণ আহত ৫
শরীয়তপুরে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব, ককটেল বিস্ফোরণ আহত ৫
কুষ্টিয়ায় পদ্মাচরে সন্ত্রাসী বাহিনীর হাতে নিহত লিটনের পরিবার ও স্থানীয়দের মানববন্ধন
কুষ্টিয়ায় পদ্মাচরে সন্ত্রাসী বাহিনীর হাতে নিহত লিটনের পরিবার ও স্থানীয়দের মানববন্ধন