
সারাদেশে জুলাই শহীদদের স্মৃতি ধরে রাখার জন্য তাদের কবরগুলো বাঁধানোর চেষ্টা করা হয়েছে। আহতদের চিকিৎসার জন্য সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে। জুলাই যোদ্ধারা সূর্যসন্তান। এই সূর্যসন্তানদের জাতি সারাজীবন মনে রাখবে।
শনিবার সকালে নাটোরের গাড়িখানায় জুলাই আন্দোলনে নিহতদের কবর জিয়ারত শেষে ভবানীগঞ্জে নির্মিত জুলাই শহীদ স্মৃতি স্তম্ভ উদ্বোধনী অনুষ্ঠানে এক আলোচনা সভায় এ বক্তব্য রাখেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান।
তিনি বলেন, ঢাকায় গণভবনে জুলাই যাদুঘরে সকল সংগ্রমের গাঁথা, ভয়াবহ স্মৃতি, সকল অন্যায়ের চিহ্নগুলো সংরক্ষণ করা হবে। সারাদেশে যে শহীদ স্মৃতিস্তম্ভ তা শুধু শহীদদের স্মৃতি ধরে রাখার জন্য নয়, জুলাই যাদুঘরও এর অংশ।
উপদেষ্টা আরও বলেন, ফ্যাসিবাদ পরাজিত হয়েছে বলে কেউ যেন মনে না করে তারা আর ষড়যন্ত্র করবে না। ষড়যন্ত্রও চলমান রয়েছে। ফ্যাসিবাদ বারে বারে ফিরে আসে। তাকে দমন করতে হয়। প্রতিহত করতে হয়। এই দেশের তরুণ যুবক এবং জনগণ সেই ফ্যাসিবাদকে দমন করবে, প্রতিহত করবে। ৫ আগষ্ট যে লক্ষ্যে এই দেশ ঘুর দাঁড়িয়েছিল, সেই লক্ষ্য বজায় থাকবে।
জেলা প্রশাসক আসমা শাহিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম, নবাগত পুলিশ সুপার তারিকুল ইসলাম এবং শহীদ পরিবারের সদস্যরা।
মন্তব্য করুন