
		ডেভিল হান্ট অভিযানের অংশ হিসেবে বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় পটুয়াখালীর রাঙ্গাবালীতে আওয়ামী লীগ সমর্থক মাসুম খানকে গ্রেফতার করেছে পুলিশ।
তিনি নিষিদ্ধ আওয়ামী লীগের রাঙ্গাবালী উপজেলা সাধারণ সম্পাদক এবং সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান সাইদুজ্জামান মামুন খানের আপন ভাই।
রাজনৈতিক পট পরিবর্তনের পর দীর্ঘদিন পলাতক থাকার পর শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলা সদরের বাহেরচর বাজারে মাসুম খানকে ঘুরতে দেখে যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা তাকে পুলিশের কাছে সোপর্দ করেন। রোববার সকালে তাকে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।
রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হাওলাদার জানান, মাসুম খানকে বেআইনি জনতা তৈরি, মারামারি, গুরুতর আঘাত, হত্যাচেষ্টা, চুরি, ভাংচুর, ভয়ভীতি প্রদর্শন ও প্ররোচনা দেওয়ার মত ধারার অভিযোগে এবং বিস্ফোরক দ্রব্য আইন-১৯০৮ এর মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। চলতি বছরের ১৯ ফেব্রুয়ারি রাঙ্গাবালী থানায় (মামলা নং- ১৪) এ মামলা করা হয়।
যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাদের অভিযোগ, ভাইয়ের ক্ষমতার দাপটে নিষিদ্ধ আওয়ামী লীগের আমলে মাসুম খানের ইন্ধন ও মদদে বিএনপির সভা-সমাবেশে হামলা হয়েছে এবং দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি চালানো হয়েছে।
মন্তব্য করুন