বুধবার, ০৫ নভেম্বর ২০২৫

ডাকসু নির্বাচনে ছাত্রদলকে সমর্থন দেওয়ার অভিযোগ, ব্রাহ্মণবাড়িয়ার ওসিকে প্রত্যাহার

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪৩ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে জাতীয়তাবাদী ছাত্রদলের প্যানেলের প্রার্থীদের পক্ষে প্রকাশ্যে শুভকামনা জানিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাফফর হোসেনকে প্রত্যাহার করা হয়েছে। গতকাল ৯ সেপ্টেম্বর মঙ্গলবার রাতেই তাকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। তার স্থলাভিষিক্ত হয়েছেন নাসিরনগর থানার ওসি আজহারুল ইসলাম।

নাম প্রকাশে অনিচ্ছুক জেলা পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, মঙ্গলবার রাত ২টার দিকে ওসি মোজাফফর হোসেন তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট দেন। সেখানে তিনি ‘২১, ১৭, ০৮’ লেখা একটি ডিজিটাল কার্ড শেয়ার করেন। এই তিনটি সংখ্যা ছিল ডাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত তিনটি গুরুত্বপূর্ণ পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের ব্যালট নম্বর। পোস্টের ক্যাপশনে তিনি লেখেন ‘মেধাবীদের জন্য শুভ কামনা রইল’।

তবে একটি জাতীয় গণমাধ্যম থেকে ফোন করে সরকারি চাকুরিজীবী হিসেবে রাজনৈতিক দলে পক্ষ নিয়ে পোস্ট করার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আঙ্গুলের টুকা লেগে পোস্ট হয়ে গেছিল। আপনারা নিউজ করিয়েন না’।

ওসির এই পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় সমালোচনার ঝড়। সাধারণ মানুষ থেকে রাজনৈতিক নেতৃবৃন্দ পর্যন্ত ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান এবং তারা পুলিশের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন।

এদিকে, ফেসবুক পোস্টকে কেন্দ্র করে মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন ওসি মোজাফফর হোসেন। জিডিতে তিনি দাবি করেন, তার ব্যক্তিগত ফেসবুক আইডি হ্যাক করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে রাজনৈতিক পোস্ট করা হয়েছে।

জিডিতে তিনি লিখেন- ‘আমার ব্যক্তিগত ফেসবুক আইডি কে বা কারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে হ্যাক করে একটি রাজনৈতিক পোস্ট করেছে। বিভিন্ন মাধ্যম থেকে পাওয়া স্ক্রিনশটে দেখা যায়, বেগুনি রঙের ব্যাকগ্রাউন্ডে ‘শুভ কামনা ২১, ১৭, ০৮’ লেখা পোস্ট প্রচার হচ্ছে। বিষয়টি তাৎক্ষণিকভাবে পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) কে অবগত করেছি। তবে আমার আইডিতে প্রবেশ করে উক্ত পোস্ট আমি পাইনি। এ কারণে আমি মনে করি, আমার আইডি হ্যাক হয়েছে। সবাইকে সতর্ক থাকার অনুরোধ করছি। ঘটনার পরপরই তাকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সরাইলে পুলিশের কাছ থেকে যুবলীগ নেতাকে ছিনিয়ে নেয়ায় উত্তেজনা
সরাইলে পুলিশের কাছ থেকে যুবলীগ নেতাকে ছিনিয়ে নেয়ায় উত্তেজনা
উজিরপুরে কামড় দেয়া সাপ নিয়ে হাসপাতালে গৃহবধূ
উজিরপুরে কামড় দেয়া সাপ নিয়ে হাসপাতালে গৃহবধূ
এখনও পুলিশ প্রহরায় পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হয় : অতিরিক্ত সচিব
এখনও পুলিশ প্রহরায় পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হয় : অতিরিক্ত সচিব
শেরপু‌রে মসজিদে ঢুকে ভাংচুর, গ্রেফতার ২
শেরপু‌রে মসজিদে ঢুকে ভাংচুর, গ্রেফতার ২