
		সাংবাদিকদের মধ্যে হৃদরোগের ঝুঁকির সংখ্যা সবচেয়ে বেশি। গতকালই ডাকসু নির্বাচন ও বরিশালে দুই তরুন সাংবাদিকের হৃদরোগে মৃত্যু হয়েছে। এর কারণ হলো পুলিশ সার্ভিস বলেন আর জনপ্রশাসন ক্যাডার সার্ভিসের কথা বলেন, কিন্তু সাংবাদিককে সব সময় একটা স্ট্রেসের মধ্য দিয়ে সময় কাটাতে হয়। রাত-দুপুর সবসময় তাদেরকে ঘটনাস্থলে যেতে হয়। এরকম পরিস্থিতির মধ্যে স্বাভাবিক জীবনধারা সাংবাদিকদের মাঝে খুব একটা নেই। সে কারণে সাংবাদিকদের মাঝে হৃদরোগ, হার্ট অ্যাটাকসহ মৃত্যুর ঝুঁকি সবচেয়ে বেশি।
আজ ১০ সেপ্টেম্বর বুধবার দুপুরে লক্ষ্মীপুরে জেলার সাংবাদিকদের মাঝে উপহারের চেক বিতরণ অনুষ্ঠানে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এম আব্দুল্লাহ এ কথা বলেন। লক্ষ্মীপুর জেলা প্রশাসক কার্যালয়ের হলরুমে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জেলায় কর্মরত ২৩ জন ও ফেনী জেলার একজন সাংবাদিককে অনুদানের চেক প্রদান করা হয়।
অনুষ্ঠানে এম আব্দুল্লাহ বলেন, দায়িত্ব গ্রহণের পর প্রবীন সাংবাদিকদের জন্য মাসিক কম পক্ষে ১০-১৫ হাজার টাকা ভাতার আওতায় আনার উদ্যোগ নেয়া হয়েছে। এজন্য মন্ত্রণালয়ে ফাইলও পাঠানো হয়েছে। ইতোমধ্যে নীতিমালা নিয়ে সভা হয়েছে। আরো একটি সভা হলে নীতিমালাটি চুড়ান্ত হবে। তাছাড়া সাংবাদিকদের মেধাবী সন্তানদের বৃত্তি প্রদান, জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের পাশে দাঁড়ানোসহ, তাদের আর্থিক সহায়তা দিয়ে পাশে দাঁড়ানো হচ্ছে।
পরিচালক আরো বলেন, দায়িত্ব নেওয়ার আগ পর্যন্ত সাংবাদিক কল্যাণ ট্রাস্টের একমাত্র কাজ ছিলো এ চেক বিতরণ। সেসময় প্রায় ৬ হাজার ২০০ সাংবাদিককে কল্যাণ ট্রাস্ট থেকে ৪৮ কোটি টাকা দেওয়া হয়েছে। এরমধ্যে জাতীয়তাবাদী ও ইসলামপন্থীসহ ভিন্ন মতের সাংবাদিকদরা ছিলো বঞ্চিত। গত এক বছরে ৯২২ জন গুরুতর অসুস্থ, ক্যান্সারে আক্রান্ত, হৃদরোগে বাইপাসের প্রয়োজন হয়েছে, কিডনি ডায়ালাইসিস চলছে এ ধরনের সাংবাদিককে সর্বোচ্চ সহায়তা দেয়া হয়েছে। যাদের আর্থিক সীমাবদ্ধতা ছিল তাদের জন্য রমজান মাসে প্রায় ১৫০০ সাংবাদিককে ইফতার ও উপহার সামগ্রী প্রদানসহ সাংবাদিকদের কল্যাণে কাজ করে যাচ্ছি।
জেলা প্রশাসক রাজীব কুমার সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সম্রাট খীসা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউল হক, জেলা তথ্য কর্মকর্তা বিশ্বনাথ মজুমদার, লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি হোসাইন আহমেদ হেলাল, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল প্রমুখ।
মন্তব্য করুন