বুধবার, ০৫ নভেম্বর ২০২৫

লক্ষ্মীপুরে মামলা থেকে অব্যাহতি দাবি

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪৭ পিএম

লক্ষ্মীপুরে আত্মীয়ের ওপর সন্ত্রাসী হামলার ঘটনাকে কেন্দ্র করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বাবা ও দুই ছেলের বিরুদ্ধে মিথ্যা মামলা ও অপপ্রচারের প্রতিবাদ জানিয়েছেন মো. বাহার উদ্দিন ভেন্ডার নামে এক ভুক্তভোগী। আজ ১৭ সেপ্টেম্বর ‎মঙ্গলবার দুপুরে শহরের একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ প্রতিবাদ জানান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ভুক্তভোগী বাহাউদ্দিন ভ্যান্ডার, ছেলে মোহাম্মদ অপুসহ জেলার সিনিয়র সাংবাদকর্মীরা ।

সংবাদ সম্মেলনে ‎‎লিখিত বক্তব্যে বাহার উদ্দিন জানান, গত ৯ সেপ্টেম্বর লক্ষ্মীপুর শহরের উত্তর তেমুহনীতে আমির হোসেন ভেন্ডার নামে তার আত্মীয় সন্ত্রাসী হামলার শিকার হন। ওই ঘটনায় গ্রেফতারকৃত ভাতিজা কামাল হোসেন দীপু আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে একাই হামলা চালানোর কথা স্বীকার করেছেন।

সংবাদ সম্মেলনে ‎তিনি অভিযোগ করেন, ব্যক্তিগত দ্বন্দ্ব থাকায় এ ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করতে একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে, তার ছেলে তুষার ভেন্ডার ও মো. অপুকে ও মামলায় জড়ানো হয়েছে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন প্ল্যাটফর্মে বিভ্রান্তিকর ও বানোয়াট তথ্য ছড়িয়ে তাদের সামাজিক ও পারিবারিক সুনাম নষ্ট করার চেষ্টা করছে।

‎সংবাদ সম্মেলনে বাহার উদ্দিন এসব মিথ্যা মামলা ও অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে প্রকৃত ঘটনা অনুসন্ধান করে সত্য তুলে ধরার আহ্বানন জানান। এসময় মামলা থেকে অব্যাহতির দাবি জানান তিনি। ‎ ‎ ‎

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সরাইলে পুলিশের কাছ থেকে যুবলীগ নেতাকে ছিনিয়ে নেয়ায় উত্তেজনা
সরাইলে পুলিশের কাছ থেকে যুবলীগ নেতাকে ছিনিয়ে নেয়ায় উত্তেজনা
উজিরপুরে কামড় দেয়া সাপ নিয়ে হাসপাতালে গৃহবধূ
উজিরপুরে কামড় দেয়া সাপ নিয়ে হাসপাতালে গৃহবধূ
এখনও পুলিশ প্রহরায় পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হয় : অতিরিক্ত সচিব
এখনও পুলিশ প্রহরায় পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হয় : অতিরিক্ত সচিব
শেরপু‌রে মসজিদে ঢুকে ভাংচুর, গ্রেফতার ২
শেরপু‌রে মসজিদে ঢুকে ভাংচুর, গ্রেফতার ২