
		ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা নবীনগর আদালত পুকুরের উত্তর-পশ্চিম কর্ণার এলাকায় বউ সাজ বিউটি পার্লার থেকে ১০ লাখ ১৮ হাজার টাকার জাল নোট ও ৩ রাউন্ড গুলিসহ একটি পিস্তল উদ্ধার করেছে নবীনগর থানা পুলিশ। আজ রোববার (২১ সেপ্টেম্বর) বিকালে উপজেলা আদালতে পুকুরপাড়ের এই পার্লারে অভিযান চালিয়ে এইসব উদ্ধার করে পুলিশ।
সংশ্লিষ্ট সূত্র জানা যায়, অবৈধ জাল টাকার ব্যবসা করা হয় এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। বিউটি পার্লারের মালিক বিলকিস বেগমকে পাওয়া যায়নি। তবে ১০ লাখ ১৮ হাজার জাল টাকা ও তিন রাউন্ড গুলিসহ একটি পিস্তল উদ্ধার করা হয়। এসময় পার্লারে কর্মরত তিনজন মহিলা কর্মচারীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। নবীনগর থানার অফিসার ইনচার্জ মো. শাহিনুর ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মন্তব্য করুন