
		দ্বীন ও ন্যায়ের পথে ঐক্যের ডাক নিয়ে জাতীয়তাবাদী ওলামা দলের নেত্রকোনা জেলা শাখার এক মতবিনিময় সভা গতকাল ২১ সেপ্টেম্বর রবিবার দুপুরে জেলা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী ওলামা দল নেত্রকোনা জেলা শাখার আহ্বায়ক অধ্যাপক কাজী মাওলানা তাসনিম আলম। সদস্য সচিব হাফেজ মাওলানা হাবিবুর রহমান ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাফেজ মাওলানা আব্দুর রশীদ নূরানী’র সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি বিশিষ্ট অর্থোপেডিক্স চিকিৎসক অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক।
সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ড. মো. রফিকুল ইসলাম হিলালী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট নুরুজ্জামান নূরু এবং জাতীয়তাবাদী ওলামা দল কেন্দ্রীয় কমিটির সদস্য হাফেজ কারী মিছবাহ উদ্দিন তালুকদার মাসুদ।
মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম শফিকুল কাদের সুজা, জেলা কৃষক দলের সভাপতি সালাহউদ্দিন খান মিল্কী, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মো. তাজেজুল ইসলাম ফারাস সুজাত, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম খান মাসুদ, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন রিপন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম মোয়াজ্জেম হোসেন, জেলা শ্রমিক দলের সভাপতি আকিকুর রেজা খান খোকন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোলায়মান হাসান রুবেল, জেলা তাতী দলের সাধারণ সম্পাদক ফারুক মীর, জেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক মো. ইদ্রিস, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শামসুল হুদা শামীম প্রমূখ।
সভায় প্রধান অতিথি ডা. মো. আনোয়ারুল হক বলেন, জামায়াতে ইসলামীসহ কয়েকটি রাজনৈতিক দল পিআর পদ্ধতির নামে নির্বাচনকে প্রলম্বিত বা বানচাল করার চেষ্টা করছে। দেশের মানুষ ঘোষিত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য উন্মুখ হয়ে আছে। দেশি-বিদেশি ষড়যন্ত্র মোকাবেলায় ওলামা দলসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদেরকে প্রতিটি পাড়া, মহল্লা, ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে দলকে সুসংগঠিত করে দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহ্বান জানান।
সভায় উপস্থিত অতিথিরা রাজনৈতিক পরিবর্তনে ওলামা সমাজকে আরও সক্রিয় ও ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে বলে একমত পোষণ করেন। সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
মন্তব্য করুন