মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

সড়ক দুর্ঘটনায় নিহত দুই মনিরের পরিবারে শোকের মাতম

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫৮ পিএম

ঢাকার ধামরাইয়ে একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে পুকুরে পড়ে পিকআপ চালকসহ দুইজন নিহত হয়েছেন। এছাড়াও এ ঘটনায় দুজন আহতের খবর পাওয়া গেছে। আহতদের ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। জানা গেছে নিহত দুই জনের নামই মনির। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির মৃত্যুতে পরিবারে চলছে শোকের মাতম।

গতকাল রবিবার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে ধামরাই-ধানতারা সড়কের কান্দাপটল এলাকায় পোল্ট্রি ফিড ডেলিভারি দিয়ে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম।

পরিবার সূত্রে জানা যায়, নিহত দুজনের নামই মনির হোসেন। পিকআপ চালক মনির হোসেন (৩৫) উপজেলার সোমভাগ ইউনিয়নের দেপাশাই কারাবিল এলাকার মৃত কছিমুদ্দিনের ছেলে, অপর মনির হোসেন (২৫) পাশের চাপিল গ্রামের সৈকত হোসেনের ছেলে। তারা দুজনই বাবা-মায়ের একমাত্র সন্তান ছিলেন। তবে দুর্ঘটনায় আহতদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।

ধামরাই থানা পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়,গত রাত দেড়টার দিকে একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে পুকুরে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালকসহ দুজন নিহত ও দুজন আহত হন। পিকআপটি সাভারের জামগড়া থেকে পোলট্রি খাদ্য নিয়ে ধামরাইয়ের ধানতারা বাজারে ডেলিভারি দিয়ে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।

পিকআপচালক মনির হোসেনের মামাতো ভাই রাসেল হোসেন বলেন, দুর্ঘটনা কবলিত পিকআপটির মালিক ছিলেন মনির হোসেন। তিনি পিকআপটি চালিয়ে সংসার চালাতেন। সংসারের একমাত্র উপার্জনক্ষম ছিলেন মৃত কছিমুদ্দিনের একমাত্র সন্তান।

তিনি আরো বলেন, চাপিল গ্রামের মনির হোসেন সাভারের জামগড়া এলাকায় একটি পোলট্রি ফিড তৈরির কারখানায় চাকরি করতেন। তিনি প্রতিদিন মনিরের পিকআপ নিয়ে বিভিন্ন জায়গায় পোলট্রি ফিড সরবরাহ করতেন। তিনিও তার বাবা-মায়ের একমাত্র সন্তান ছিলেন।এ ছাড়া আহত দুজনও তাদের বাবা-মায়ের একমাত্র সন্তান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শেরপুরে নায়ক সালমান শাহ্ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন 
শেরপুরে নায়ক সালমান শাহ্ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন 
বয়স জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগে বিজিএফসিএলের দুই সাবেক শীর্ষ কর্মকর্তা আটক
বয়স জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগে বিজিএফসিএলের দুই সাবেক শীর্ষ কর্মকর্তা আটক
শরীয়তপুরে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব, ককটেল বিস্ফোরণ আহত ৫
শরীয়তপুরে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব, ককটেল বিস্ফোরণ আহত ৫
কুষ্টিয়ায় পদ্মাচরে সন্ত্রাসী বাহিনীর হাতে নিহত লিটনের পরিবার ও স্থানীয়দের মানববন্ধন
কুষ্টিয়ায় পদ্মাচরে সন্ত্রাসী বাহিনীর হাতে নিহত লিটনের পরিবার ও স্থানীয়দের মানববন্ধন