
		বরিশালের উজিরপুরে অবধূত সংঘের প্রতিষ্ঠাতা শ্রীশ্রীমৎ ১০৮স্বামী দয়ানন্দ অবধূত গুরু মহারাজের ৭২তম মহাপ্রয়াণ উপলক্ষে অবধূত সংঘের উদ্যোগে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উজিরপুর পৌর সদরের শেরে বাংলা বালিকা বিদ্যালয় সংলগ্ন দয়ানন্দ গুরু মহারাজের উকিলবাড়ি সমাধী মন্দিরে আয়োজিত ওই অনুষ্ঠানে শিষ্য ভক্ত, বিভিন্ন রাজনৈতিক ও প্রশাসনের মানুষের মিলন মেলায় পরিণত হয়।
আজ ২৩ সেপ্টেম্বর মঙ্গলবার বেলা ২-৩০ মিনিটে শিশির কুমার বক্ষ্মর সভাপতিত্বে অনুষ্ঠান বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফ মাহামুদ জুয়েল। আরো বক্তব্য রাখেন জামায়াতে ইসলামের বরিশাল জেলা নায়েবে আমীর আব্দুল মান্নান মাস্টার, উজিরপুর পৌর বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম খান। এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপি'র সাধারণ সম্পাদক মো. রোকনুজ্জামান টুলু, ছাত্রদল নেতা এইচ এম সুমন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মনিরুজ্জামান সরদার, সদস্য সচিব মুরাদ রনি, সাবেক ছাত্রদল নেতা ও যুবদল নেতা মাকসুদুর রহমান সুমন প্রমূখ।
কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফ মাহামুদ জুয়েল বলেন, ধর্ম যার যার বাংলাদেশ সবার। সনাতন ধর্মাবলম্বী হওয়ার কারণে কোন নির্যাতনের শিকার হলে, বাংলাদেশ জাতীয়তা বাদী দল বিএনপি তাৎক্ষণিক ব্যবস্থা নেবেন। কোন সনাতন ধর্মাবলম্বীকে সংখ্যালঘু মনে করলে চলবে না কারণ, আমরা সবাই এই দেশের জন্ম গ্রহণ করেছি, ওয়ারিশ সূত্রে এই দেশের জমি জমার মালিক আপনারা, কারো দয়ায় আপনারা বাস করেন না। ধর্মীয় কারণে কেউ যদি আপনাদের নির্যাতন করে তার প্রতিবাদ আমরা করব। আপনাদের দায়িত্ব বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির।
মন্তব্য করুন