বুধবার, ০৫ নভেম্বর ২০২৫

ফরিদপুরে উন্নয়ন প্রকল্পের আওতায় ভেড়া বিতরণ

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩৫ পিএম

ফরিদপুর সদর উপজেলার সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া চর অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে বুধবার (২৪ সেপ্টেম্বর) ভেড়া বিতরণ করা হয়েছে।

মানিকগঞ্জ, ঢাকা, মুন্সীগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, মাদারীপুর ও শরীয়তপুর জেলার নদী-বিধৌত চরাঞ্চলে "সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের" অধীনে এই কার্যক্রম চলছে। এই প্রকল্পের আওতায় নদী-বিধৌত চর এলাকার মানুষের অর্থনৈতিক স্বাবলম্বিতা নিশ্চিত করা হচ্ছে।

ভেড়া বিতরণের অংশ হিসেবে ফরিদপুর সদর উপজেলার চারটি ইউনিয়নের ১০৭ জন সুফলভোগীর মাঝে প্রত্যেকের জন্য দুটি ভেড়ি ও একটি ভেড়া দেওয়া হয়েছে। এই প্রকল্পের মূল লক্ষ্য হলো প্রান্তিক কৃষকদের আর্থ-সামাজিক অবস্থার উন্নতি ঘটানো। ভেড়া বিতরণের পাশাপাশি এই অঞ্চলের মানুষদের দুই দিনের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে, যাতে তারা সঠিকভাবে পশুপালন করতে পারে।

এছাড়াও, ভেড়া ও ছাগলের ঘর তৈরির জন্য ১১,০০০ টাকা এবং হাঁস-মুরগির ঘর তৈরির জন্য ৮,৮০০ টাকা করে প্রণোদনাও দেওয়া হয়। প্রকল্পের অধীনে ফরিদপুর সদর উপজেলার মোট ৫,৮৩৫ জন সুফলভোগীকে বিভিন্ন ধরনের সহায়তা দেওয়া হবে। এরই অংশ হিসেবে ১৩০ জনকে উন্নত জাতের হাঁস, ২৫ জনকে দেশি মুরগি এবং ২৫ জনকে ছাগলও দেওয়া হয়েছে। সুফলভোগীরা তিন কিস্তিতে ২২৫ কেজি হাঁস-মুরগির খাবার পাবেন।

জেলা প্রাণিসম্পদ কার্যালয়ে আয়োজিত এই কর্মসূচির উদ্বোধন করেন উক্ত প্রকল্পের পরিচালক ও প্রধান অতিথি ডা. মো. আব্দুর রহিম। এ সময় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এ.কে.এম আমজাদ। এছাড়াও, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মিজানুর রহমানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সরাইলে পুলিশের কাছ থেকে যুবলীগ নেতাকে ছিনিয়ে নেয়ায় উত্তেজনা
সরাইলে পুলিশের কাছ থেকে যুবলীগ নেতাকে ছিনিয়ে নেয়ায় উত্তেজনা
উজিরপুরে কামড় দেয়া সাপ নিয়ে হাসপাতালে গৃহবধূ
উজিরপুরে কামড় দেয়া সাপ নিয়ে হাসপাতালে গৃহবধূ
এখনও পুলিশ প্রহরায় পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হয় : অতিরিক্ত সচিব
এখনও পুলিশ প্রহরায় পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হয় : অতিরিক্ত সচিব
শেরপু‌রে মসজিদে ঢুকে ভাংচুর, গ্রেফতার ২
শেরপু‌রে মসজিদে ঢুকে ভাংচুর, গ্রেফতার ২