
		সিরাজগঞ্জে জুলাই ২৪ গণঅভ্যুত্থানে নিহত ১২০০ শহীদের স্মরণে দিনব্যাপী ১২০০ গাছ রোপন করেছে হিউম্যানিটি অফ সিরাজগঞ্জ।
‘এক একটি গাছ এক একটি শহীদের গল্প বলবে’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার (২৪ সেপ্টেম্বর) এ কর্মসূচি পালন করা হয়।
সকালে জেলার হাটিকুমরুল থেকে বগুড়ার শেরপুর পর্যন্ত হাইওয়ে রাস্তায় গাছ লাগান তারা। এছাড়াও রায়গঞ্জে সাধারণ শিক্ষার্থীদের মাঝে বিতরণ ও ফিলিস্তিনি শহীদ শিশুদের স্মরণে সিরাজগঞ্জ রোড থেকে বগুড়া পর্যন্ত বৃক্ষ রোপন কর্মসূচি করা হয়।
হিউমানটি সিরাজগঞ্জের সভাপতি ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপি'র সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর নেতৃত্বে এ কর্মসূচি পালন করা হয়।
মন্তব্য করুন