
খাগড়াছড়ি সদরের সিঙ্গিনালায় মারমা স্কুল ছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে আধাবেলার সড়ক অবরোধের ডাক দেয় এলাকাবাসী। আজ সকাল ৬টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত এ অবরোধ কর্মসূচী চলে। জুম্মো ছাত্র জনতার ব্যানারে এ অবরোধ কর্মসুচি পালন করা হয়।
অবরোধের শুরুতে বিভিন্নস্থানে বিক্ষিপ্ত বিচ্ছিন্নভাবে ও চোরাগোপ্তা পিকেটিং করা হয়। শহরতলীর আশপাশে কয়েকটিস্থানে সড়কে টায়ার জ্বালায় অবরোধ সমর্থকরা। জেলা থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার যানবাহন। অভ্যন্তরীণ সড়কের বিভিন্ন পরিহনও বন্ধ আছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সতর্ক অবস্থায় রয়েছে পুলিশ।
গত মঙ্গলবার রাতে সিঙ্গিনালা এলাকায় ৮ম শ্রেণির এক মারমা শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ আনা হয়। পর দিন বুধবার সদর থানায় ৩ জনকে অজ্ঞাত আসামি করে ভিকটিমের বাবা বাদী হয়ে এজাহার দেন।
মন্তব্য করুন