
যুবলীগ নেতার ছুরিকাঘাতে নিহত ঢাকা জেলা সেচ্ছাসেবক দলের সদস্য হাশমি হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে ধামরাই উপজেলা চত্ত্বরে থানা ও পৌর স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মীরা এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন।
২০১৮ সালে হাশমি কে প্রকাশ্যে হত্যা করে আসামীরা ঘুড়ে বেড়ালেও বিচারের দাবিতে আদালতের আঙ্গিনায় গিয়ে কোন বিচার না পাওয়ার অভিযোগ নিহতের পরিবারের৷
এসময় সেচ্ছাসেবক দলের নেতারা বলেন,পতিত সরকারের আমলে পুলিশের এক সাবেক অতিরিক্ত পুলিশ সুপার বারবার এই মামলার তদন্তকে ভিন্ন খাতে প্রবাহিত করছে৷ সাত বছরে হাশমি হত্যার বিচার মেলেনি। এখন যদি হাশমি হত্যার বিচার না হয় তাহলে ওই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দেন নেতারা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন,ধামরাই থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল মান্নান ফিরোজ, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুম আহমেদ, সদস্য সচিব রাশেদুল ইসলাম রাজুসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা।এসময় মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করেন নেতাকর্মীরা।
মন্তব্য করুন