বুধবার, ০৫ নভেম্বর ২০২৫

আখাউড়ায় অর্ধকোটি টাকার মালামাল জব্দ, যুবক গ্রেফতার 

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৪ এএম
আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৫ এএম

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ভারতীয় চোরাই পথে আসা বিপুল পরিমাণ অবৈধ মোবাইলের ডিসপ্লে, বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল সেট এবং একটি নোহা গাড়ি উদ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনায় মোজাম্মেল (২৮) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

গত ২৪ সেপ্টেম্বর বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে আখাউড়া উপজেলার ধরখার বাসস্ট্যান্ড এলাকায় সিলেট-চট্টগ্রামগামী হাইওয়ে থেকে তাকে আটক করে পুলিশ। গ্রেফতারকৃত মোজাম্মেলের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ছোট হরন (মোল্লাবাড়ি) গ্রামে।

পুলিশ জানায়, আখাউড়া উপজেলার ধরখার বাসস্ট্যান্ড এলাকায় পুলিশের একটি চৌকস টিম সিলেট–চট্টগ্রামগামী হাইওয়েতে চেকপোস্ট পরিচালনা করছিল। এসময় সন্দেহভাজন মোজাম্মেলকে আটক করা হয়। তার হেফাজত থেকে বিভিন্ন ভ্যারিয়েন্টের মোট ৩৬০০ পিস অবৈধ মোবাইল ডিসপ্লে, নকিয়া ২৬৬০ ফ্লিপ মোবাইল ফোন ৫৭টি, নকিয়া ৬৩১০ ডুয়েল সিম মডেলের মোবাইল ফোন ৪৩টি, স্যামসাং গ্যালাক্সি এম৩৬ ৫জি মডেলের স্মার্টফোন ৮টি এবং নাথিং (আর) ফোন (৩এ) মডেলের বিভিন্ন কালারের ২২টি স্মার্টফোন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের আনুমানিক বাজার মূল্য প্রায় ৪৮ লাখ ৭৮ হাজার টাকা বলে পুলিশ জানিয়েছে। এছাড়া একটি সিলভার কালারের নোহা গাড়িও জব্দ করা হয়েছে।

আখাউড়া থানা অফিসার ইনচার্জ মো. ছমি উদ্দিন এ বিষয়ে নিশ্চিত করে তিনি বলেন, ধরখার বাসস্ট্যান্ডে পুলিশের নিয়মিত চেকপোস্ট পরিচালনার সময় সন্দেহভাজন মোজাম্মেল নাকে একজনকে আটক করে চেক করলে তার কাছ থেকে অর্ধকোটির অর্থমূল্যের চোরাই মালামাল ও বহনকারী একটি নোহা গাড়িজব্দ করে। তার বিরুদ্ধে আখাউড়া থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সরাইলে পুলিশের কাছ থেকে যুবলীগ নেতাকে ছিনিয়ে নেয়ায় উত্তেজনা
সরাইলে পুলিশের কাছ থেকে যুবলীগ নেতাকে ছিনিয়ে নেয়ায় উত্তেজনা
উজিরপুরে কামড় দেয়া সাপ নিয়ে হাসপাতালে গৃহবধূ
উজিরপুরে কামড় দেয়া সাপ নিয়ে হাসপাতালে গৃহবধূ
এখনও পুলিশ প্রহরায় পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হয় : অতিরিক্ত সচিব
এখনও পুলিশ প্রহরায় পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হয় : অতিরিক্ত সচিব
শেরপু‌রে মসজিদে ঢুকে ভাংচুর, গ্রেফতার ২
শেরপু‌রে মসজিদে ঢুকে ভাংচুর, গ্রেফতার ২