মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

কালকিনিতে গৃহবধূকে অপবাদ দিয়ে চাঁদা দাবির অভিযোগ

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৮ এএম
আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৫ পিএম

মাদারীপুরের কালকিনি উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নে সম্প্রতি চর ৯ নং ওয়ার্ডের মালেক সরদারের স্ত্রীর কাছ থেকে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। চাঁদা দিতে রাজি না হওয়া ওই মহিলাকে মিথ্যা অপবাদ দিয়ে লাঞ্ছিত করার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে মহিলাকে মারধর করা ও রামদা দিয়ে হামলার ভয়-ভীতি দেখানো হচ্ছে। মহিলা আত্মহত্যার হুমকি দিচ্ছেন।এমনভাবে প্রকাশ্যে ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করার বিষয়ে প্রশাসন নীরব থাকায় জনমনে আতঙ্ক সৃষ্টি হয়েছে বলে মনে করছেন সমাজের সতেচন মহল।

এদিকে ঘটনার সুত্রে জানা যায় দীর্ঘদিন ধরে সন্ত্রাসী ও দখলদারচক্রের নানা কর্মকান্ডে সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ। এই সন্ত্রাসী চক্রের নেতৃত্বে ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান সুমন বেপারী এবং তার ভাই রাজন বেপারী রয়েছে বলে অভিযোগ রয়েছে। তাদের ছত্রচ্ছায়ায় গড়ে উঠেছে এক ভয়ংকর সন্ত্রাসী বাহিনী, যাদের মধ্যে রয়েছে লাট্টু বেপারী, বাদল তালুকদার, ফয়সাল তালুকদার, ইয়ামিন তালুকদার, নিজাম আকন, লিটন সরদার, মতু সরদার, মিলন বেপারী আমিনুল মৃধা, সবুজ বেপারী, রাসেল বেপারী, ওসমান বেপারী, নয়ন বেপারী, দেলা পাগলার ছেলে রতন বেপারী, টেরা আলী, দেলোয়ার ঘরামী, খলিল ঘরামী, নেছার ঘরামী, মোকলেস ফকির, জামাল ফকির, হারুন ফকির এবং গিয়াস উদ্দিন ফকির।

এই চক্র বাঁশগাড়ী ইউনিয়নের বিভিন্ন বাজার ও এলাকায় দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, ভয়ভীতি, দখলদারি ও সাধারণ মানুষের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালায়। এই ভয়াবহ চাঁদাবাজি ও লাঞ্ছনার ঘটনা স্থানীয় মানুষের মধ্যে অতীতের চেয়ে বেশি আতঙ্ক তৈরি করেছে। অসংখ্য পরিবার নিরাপত্তাহীনতার কারণে এলাকা ছেড়ে যাওয়ার চেষ্টা করছে, আর যারা আছে তারা প্রতিনিয়ত ভয়ে জীবনযাপন করে কারণ শক্ত হাতে বাধা দিলে মুখ খোলা মানেই জীবনের জন্য ঝুঁকি।

সবচেয়ে উদ্বগের বিষয়- তথ্য-প্রমাণ থাকা সত্ত্বেও স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিক্রিয়া সন্তোষজনক নয়; সাধারণ মানুষ মনে করেন প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী নীরব দর্শকের ভূমিকা পালন করছে।

এক্ষেত্রে সংশ্লিষ্টরা এই চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে খাঁসেরহাট তদন্ত কেন্দ্র ও কালকিনি থানা পুলিশের প্রতি দাবি জানিয়েছেন । বাঁশগাড়ী ইউনিয়নের নিরীহ সাধারণ মানুষের নিরাপত্তা ও শান্তি প্রতিষ্ঠার লক্ষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবিলম্বে যথাযথ ব্যবস্থা নেয়ারও দাবি জানান তারা। তার বলেন জনগণ ন্যায়বিচার চায় সন্ত্রাসীদের কার্যক্রম বন্ধে প্রশাসনের উদ্যোগ খুব জরুরী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শেরপুরে নায়ক সালমান শাহ্ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন 
শেরপুরে নায়ক সালমান শাহ্ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন 
বয়স জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগে বিজিএফসিএলের দুই সাবেক শীর্ষ কর্মকর্তা আটক
বয়স জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগে বিজিএফসিএলের দুই সাবেক শীর্ষ কর্মকর্তা আটক
শরীয়তপুরে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব, ককটেল বিস্ফোরণ আহত ৫
শরীয়তপুরে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব, ককটেল বিস্ফোরণ আহত ৫
কুষ্টিয়ায় পদ্মাচরে সন্ত্রাসী বাহিনীর হাতে নিহত লিটনের পরিবার ও স্থানীয়দের মানববন্ধন
কুষ্টিয়ায় পদ্মাচরে সন্ত্রাসী বাহিনীর হাতে নিহত লিটনের পরিবার ও স্থানীয়দের মানববন্ধন