বুধবার, ০৫ নভেম্বর ২০২৫

কক্সবাজারের রামু বৌদ্ধ বিহার থেকে শিক্ষানবিশ ভিক্ষুর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৫:২৩ পিএম

কক্সবাজারের রামু উপজেলার শ্রীকুল পুরাতন বৌদ্ধ বিহার থেকে এক শ্রামণের (শিক্ষানবিশ ভিক্ষু) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার (২৮ সেপ্টেম্বর) সকালে স্থানীয়দের খবরের ভিত্তিতে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ১১টার দিকে বিহারের অন্য ভিক্ষুরা শ্রামণকে তার কক্ষে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি স্থানীয়রা পুলিশকে জানান। খবর পেয়ে রামু থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৈয়বুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শ্রামণ আত্মহত্যা করেছেন। তবে বিষয়টি নিশ্চিত হতে মরদেহ ময়না তদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কী কারণে তিনি এমন সিদ্ধান্ত নিলেন তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

স্থানীয়রা জানান, মৃত শ্রামণ কিমাছারা থোয়াই মং মারমা ১৫ বছর বয়সে সন্ন্যাস জীবন গ্রহণ করে। তিনি বিহারে গত ২ বছর ধরে বসবাস করছিলেন। শ্রামণ কিমাছারা রাঙ্গামাটি জেলার কাউখালী থানার টাপুয়া গ্রামে মংসি প্রু মারমার ছেলে। শান্ত স্বভাবের হলেও সাম্প্রতিক সময়ে তাকে কিছুটা অস্বাভাবিক আচরণ করতে দেখা গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সরাইলে পুলিশের কাছ থেকে যুবলীগ নেতাকে ছিনিয়ে নেয়ায় উত্তেজনা
সরাইলে পুলিশের কাছ থেকে যুবলীগ নেতাকে ছিনিয়ে নেয়ায় উত্তেজনা
উজিরপুরে কামড় দেয়া সাপ নিয়ে হাসপাতালে গৃহবধূ
উজিরপুরে কামড় দেয়া সাপ নিয়ে হাসপাতালে গৃহবধূ
এখনও পুলিশ প্রহরায় পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হয় : অতিরিক্ত সচিব
এখনও পুলিশ প্রহরায় পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হয় : অতিরিক্ত সচিব
শেরপু‌রে মসজিদে ঢুকে ভাংচুর, গ্রেফতার ২
শেরপু‌রে মসজিদে ঢুকে ভাংচুর, গ্রেফতার ২