মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

যে কারণে সহসাই খুলছে না বান্দরবানের কেওক্রাডং

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৪৪ পিএম
আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৪৫ পিএম

পার্বত্য জেলা বান্দরবানের অন্যতম দর্শনীয় স্থান কেওক্রাডং ০১ অক্টোবর থেকে পর্যটকদের জন্য খোলার কথা থাকলেও তা আপাতত হচ্ছে না। আজ রোববার (২৮ সেপ্টেম্বর) বিকেলে এ তথ্য নিশ্চিত করেন জেলা প্রশাসক শামীম আরা রিনি ।

তিনি বলেন, আমাদের আরও পর্যবেক্ষণ করা দরকার। খুলে দেওয়ার ব্যাপারে বিভিন্ন রকমের তথ্য কালেক্ট করতে হয়। বিভিন্ন ডিপার্টমেন্টের ক্লিয়ারেন্স এখনো হাতে পায়নি।’ তিনি আরও বলেন, ইতিবাচক সংবাদ পেলে আমরা গণবিজ্ঞপ্তি জারির মাধ্যমে জানিয়ে দেব। এটা ০১ অক্টোবর হতে পারে বা তার আশপাশের অন্য কোনো দিনও হতে পারে।’

তিনি বলেন, আমরা চাই জেলায় আগত পর্যটকদের কোনো সমস্যা যেন না হয়। তাদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করাটাই আমাদের কাছে গুরুত্বপূর্ণ। এছাড়া কেওক্রাডং-কেন্দ্রিক গড়ে ওঠা ব্যবসা প্রতিষ্ঠানগুলো দীর্ঘদিন বন্ধ থাকায় সেগুলো পর্যটকদের সেবা দেওয়ার জন্য এখনো প্রস্তুত হয়নি। আশা করছি দুর্গাপূজার পর কেওক্রাডং পর্যটনকেন্দ্র সকলের জন্য উন্মুক্ত করা সম্ভব হবে।

গত শনিবার সকালে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে মেঘলা পর্যটন কেন্দ্রে সিঙ্গেল ইউজ প্লাস্টিক অপসারণ অভিযানের উদ্বোধনকালে ১ অক্টোবর থেকে কেওক্রাডং পর্যটন কেন্দ্র উন্মুক্ত হওয়ার বিষয়টি জানান জেলা প্রশাসক শামীম আরা রিনি।

প্রসঙ্গত, ২০২২ সালের মাঝামাঝি সময়ে পাহাড়ি বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) নামের একটি সন্ত্রাসী সংগঠনের অপতৎপরতা বৃদ্ধির কারণে জেলায় আগত পর্যটকদের নিরাপত্তা বিবেচনায় ২০২২ সালের ২০ অক্টোবর জেলার রুমা উপজেলা, রোয়াংছড়ি উপজেলা ও থানচি উপজেলায় পর্যটক ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা জারি করে স্থানীয় প্রশাসন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শেরপুরে নায়ক সালমান শাহ্ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন 
শেরপুরে নায়ক সালমান শাহ্ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন 
বয়স জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগে বিজিএফসিএলের দুই সাবেক শীর্ষ কর্মকর্তা আটক
বয়স জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগে বিজিএফসিএলের দুই সাবেক শীর্ষ কর্মকর্তা আটক
শরীয়তপুরে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব, ককটেল বিস্ফোরণ আহত ৫
শরীয়তপুরে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব, ককটেল বিস্ফোরণ আহত ৫
কুষ্টিয়ায় পদ্মাচরে সন্ত্রাসী বাহিনীর হাতে নিহত লিটনের পরিবার ও স্থানীয়দের মানববন্ধন
কুষ্টিয়ায় পদ্মাচরে সন্ত্রাসী বাহিনীর হাতে নিহত লিটনের পরিবার ও স্থানীয়দের মানববন্ধন