
		‘জলাতঙ্ক নির্মূলে, কাজ করি সবাই মিলে’ স্লোগানে কুড়িগ্রেমে বিশ্ব জলাতঙ্ক দিবস পালন করা হয়েছে। জলাতঙ্ক নির্মূলে অগ্রগতি তুলে ধরা এবং জলাতঙ্ক প্রতিরোধে মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালিত হয়।
আজ রবিবার (২৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় কুড়িগ্রাম জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজনে র্যালি, আলোচনাসভা ও জলাতঙ্ক প্রতিরোধে ভ্যাকসিন প্রদান অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় জেলা প্রাণিসম্পদ অধিদপ্তর কর্মকর্তা ডা. মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা. নূর নেওয়াজ আহমেদ, ভেটেরিনারি অফিসার ডা. মাহফুজুর রহমান, জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপপরিচালক ডা. মো. আব্দুল আজিজ প্রধান, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. কামরুল ইসলাম ও খামারিসহ স্থানীয় ব্যক্তিবর্গ।
এ সময় বক্তারা বলেন, জলাতঙ্ক রোগ নিয়ে আতঙ্কিত না হয়ে বরং সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দিতে হবে। কুকুর বা বিড়ালের কামড় ও আচড়ের মাধ্যমে এ রোগ হয়ে থাকে। তাই আতঙ্কিত না হয়ে মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে হবে, রোগ প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। এ ছাড়াও অনেক মানুষ আছে যারা এ বিষয়ে সচেতন না। তাই এর প্রতিরোধের জন্য রাস্তা ঘাটে যে কুকুরগুলো থাকে যেগুলোকে আমরা কমিউনিটি ডগ বলি এই কুকুরগুলোকে রাষ্ট্রীয় ও সামাজিক পর্যায় থেকে জলাতঙ্কের ভ্যাকসিন দিতে হবে।
এদেরকে একটি নিয়ম নীতির আওতায় আনতে পারলে শেয়ালের মাধ্যমে ছাড়ানো এই ভাইরাসের হারও কমে যাবে। আলোচনাসভা শেষে কুকুর, বিড়ালসহ বিভিন্ন প্রাণিকে জলাতঙ্ক প্রতিরোধে ভ্যাকসিন প্রদান করা হয়।
মন্তব্য করুন