বুধবার, ০৫ নভেম্বর ২০২৫

বিদ্যমান সার নীতিমালা বহাল রাখার দাবি ফার্টিলাইজার এ্যাসোসিয়েশনের

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১৯ পিএম

ওয়ার্ড ভিত্তিক সার ডিলার নিয়োগ না দিয়ে বিদ্যমান সার নীতিমালা বহাল রাখার দাবি জানিয়েছে বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন (বিএফএ) নেতারা। আজ সোমবার দুপুরে পঞ্চগড় চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির হলরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলন এ দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন (বিএফএ) পঞ্চগড় জেলা ইউনিটের সাধারণ সম্পাদক শরিফ উদ্দিন। উপস্থিত ছিলেন বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন (বিএফএ) পঞ্চগড় জেলা ইউনিটের বিভিন্ন পর্যায়ের নেতা, সদস্যরাসহ জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা ।

সংবাদ সম্মেলনে শরিফ উদ্দিন বলেন, বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে জানা যায়, সম্প্রতি এক সংবাদ সম্মেলনে কৃষি উপদেষ্টা জানান, সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা ২০২৫ শীঘ্রই প্রণয়ন হতে যাচ্ছে। এটাকে আমরা যুগোপযোগী সিদ্ধান্ত মনে করছি। কিন্তু আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি ইউনিয়ন ভিত্তিক ৩ জন করে সার ডিলার নিয়োগের খসড়া প্রস্তুত করেছন। আমরা দীর্ঘ ৩০ বছর ধরে সার ডিলার গণ সুনামের সাথে কাজ করে আসছি। কৃষকের সেবায় সহজে সার বিতরণ করছি। দিন দিন ডিলারদের পরিবহন খরচ, শ্রমিক খরচ সহ নানা ভাবে ব্যয় বাড়ছে। কিন্তু আমরা বারবার বলা হলেও আমাদের কমিশন বাড়ানো হচ্ছে না।

এদিকে, হঠাৎ করে কি হলো যে, নতুন সার ডিলার নিয়োগ দিতে হবে। বলা হচ্ছে, খুচরা সার বিক্রেতা থাকবে না। কিন্তু তাদের সংখ্যা তো অনেক। আমরা সরকারের এ সিদ্ধান্তের পুর্নবিবেচনার আবেদন করছি। অন্যথায় কেন্দ্রীয় সংগঠনের সিদ্ধান্ত মোতাবেক আমরা পরবর্তী কর্মসূচী ঘোষণা করবো।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সরাইলে পুলিশের কাছ থেকে যুবলীগ নেতাকে ছিনিয়ে নেয়ায় উত্তেজনা
সরাইলে পুলিশের কাছ থেকে যুবলীগ নেতাকে ছিনিয়ে নেয়ায় উত্তেজনা
উজিরপুরে কামড় দেয়া সাপ নিয়ে হাসপাতালে গৃহবধূ
উজিরপুরে কামড় দেয়া সাপ নিয়ে হাসপাতালে গৃহবধূ
এখনও পুলিশ প্রহরায় পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হয় : অতিরিক্ত সচিব
এখনও পুলিশ প্রহরায় পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হয় : অতিরিক্ত সচিব
শেরপু‌রে মসজিদে ঢুকে ভাংচুর, গ্রেফতার ২
শেরপু‌রে মসজিদে ঢুকে ভাংচুর, গ্রেফতার ২